মাঝে-মধ্যে বৃষ্টি হলেও থেমে নেই রাজধানীর বায়ুদূষণ। বৃহস্পতিবার (১৫ মে) বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের তালিকায় শীর্ষ ৫ নম্বরে উঠে এসেছে ঢাকা। এদিন সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে প্রতিবেশী দেশ ভারতের রাজধানী দিল্লি শহর। শহরটির বাতাসের মানের স্কোর ৬০১। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। তালিকার শীর্ষ ২ এ অবস্থান করছে ইরাকের বাগদাদ শহর। সেখানকার বাতাসের মানের স্কোর ৩৮৭। এই মানও নাগরিকদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’।
এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৩ নম্বরে আছে পাকিস্তানের লাহোর। ১৮০ স্কোর নিয়ে শহরটির বাতাস আজ নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’। এছাড়া তালিকার শীর্ষ ৫ নম্বরে থাকা রাজধানী ঢাকার বাতাসের মানের স্কোর ১৫৭।
বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় রাজধানীবাসীদের জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
আরও পড়ুন