Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫


সিওমেকে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত

Main Image


নানাবিধ আয়োজনের মাধ্যমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পালিত হয়েছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। বৃহস্পতিবার (৮ মে) কলেজের হেমাটোলজি বিভাগ, শিশু বিভাগ ও সন্ধানী সিওমেক ইউনিটের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানসূচীর প্রথমে ছিলো সকাল ৯ ঘটিকায় কলেজের মেডিকেল এডুকেশন ইউনিটে একটি থ্যালাসেমিয়া বিষয়ক সেমিনার।

 

এতে বক্তব্য রাখেন সিওমেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদ, শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আখলাক আহমেদ, হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলামসহ আরো অনেকে। বক্তারা বাংলাদেশের বর্তমান থ্যালাসেসিয়া পরিস্থিতি, রোগটির কারণ, প্রকারভেদ, জাতীয় ও আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী চিকিৎসা পদ্ধতি ও প্রতিরোধের উপায় নিয়ে বিশদ আলোচনা করেন।

 

সেমিনার শেষে সকাল ১১টায় কলেজ চত্বরে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। সবশেষে সন্ধানীর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী আয়োজিত হয়। কর্মসূচীতে মোট ৩ ব্যাগ রক্ত সংগৃহীত হয়- যা পরবর্তীতে থ্যালাসেমিয়া রোগীদের প্রদান করা হয়।

 

 

ইতোপূর্বে থ্যালাসেমিয়া বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সন্ধানীর পক্ষ থেকে কলেজ ও হাসপাতালের বিভিন্ন স্থানে সচেতনতামূলক পোস্টার লাগানো হয়৷

 

এই আয়োজনে সন্ধানীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা ডা. মোঃ জাকারিয়া হোসেন, ২০২৪-২৫ সেশনের কেন্দ্রীয় প্রতিনিধি সাইফুল ইসলাম শাহারিয়া, সভাপতি মাহমুদুল হাসান নোমান, সাধারণ সম্পাদক আলফাতুন্নেক্তা সহ অন্যান্য সদস্যবৃন্দ৷

 

উল্লেখ্য, সন্ধানী সিওমেক ইউনিট সিলেট অঞ্চলের শতাধিক থ্যালাসেমিয়া রোগীদের নিয়মিত রক্ত সরবরাহ করে আসছে। সিওমেকহার হেমাটোলজি ও শিশু বিভাগের সাথে যৌথ প্রচেষ্টায় সন্ধানী সিওমেক ইউনিট থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় সর্বদা সচেষ্ট থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

আরও পড়ুন