Advertisement
Doctor TV

রবিবার, ৪ মে, ২০২৫


চলমান তিন বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের দ্রুত নিয়োগসহ ৪ দফা দাবি

Main Image


চলমান তিনটি বিসিএসে (৪৪, ৪৫ ও ৪৬ তম) উত্তীর্ণ স্বাস্থ্য ক্যাডারের প্রার্থীদের বিকল্প উপায়ে দ্রুত নিয়োগ দেওয়াসহ ৪ দফা দাবি জানিয়েছে পিএসসি সংস্কার আন্দোলন। শনিবার (৩ মে) বিকাল ৪টায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বটতলায় সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয়েছে।

 

সংবাদ সম্মেলনে বলা হয়,  বর্তমানে দেশে তীব্র চিকিৎসক সংকট চলছে। স্বাস্থ্যখাতের বিদ্যমান অচলাবস্থা নিরসনে জরুরিভিত্তিতে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু আমরা যারা ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের বিভিন্ন ফলপ্রার্থী, এই বিসিএসগুলো যদি এখন সম্পন্ন না করা হয়, সেক্ষেত্রে ৪৮তম বিসিএসে এসব প্রার্থীরাাও অংশ নেবে। সুতরাং সম্ভাব্য প্রার্থী জটিলতা কাটাতে বিকল্প উপায়ে দ্রুত নিয়োগের দাবি জানান চিকিৎসকরা। 

 

সংবাদ সম্মেলনে উত্থাপিত চারটি দাবি হলো—

 

১. সুপারিশের জন্যে অপেক্ষমান ৪৪তম, মৌখিক পরীক্ষার জন্য অপেক্ষমান ৪৫তম এবং লিখিত পরীক্ষার জন্য অপেক্ষমান ৪৬তম বিসিএসের চিকিৎসক প্রার্থীদের বিকল্প উপায়ে দ্রুত নিয়োগ দিতে হবে।

 

২. চলমান বিসিএস থেকে দ্রুততম সময়ে বিকল্প নিয়োগ সম্পন্ন করে অনতিবিলম্বে বিশেষ বিসিএসের মাধ্যমে অতিরিক্ত দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে হবে। সরকার ঘোষিত পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে যেন কোনোভাবে ওভারল্যাপিং না হয় তা অবশ্যই নিশ্চিত করতে হবে।


৩. বৈষম্য নিরসনে পরবর্তী বিসিএসের প্রজ্ঞাপনেই চিকিৎসকদের আবেদনের বয়সসীমা বৃদ্ধি করে ৩৪ বছর করতে হবে।

 

৪. বিশেষ বিসিএসে ডেন্টাল সার্জনদের উল্লেখযোগ্য সংখ্যক পদ সৃষ্টি করতে হবে।

আরও পড়ুন