বিসিএস পরীক্ষা অংশগ্রহণে চিকিৎসকদের বয়সসীমা দুই বছর বৃদ্ধি ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিকেল কমিউনিটি (বিএমসি)। বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর বিএমএ ভবনের শহীদ ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে চিকিৎসকরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রতিপাদ্য ছিল বৈষম্য নিরসন। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে রাস্তায় নেমে আসে কোটি কোটি ছাত্র-জনতা। আমরা পাই নতুন এক বাংলাদেশ। নতুন বাংলাদেশে ইতোমধ্যে বৈষম্য নিরসনে অনেক উদ্যোগ নেওয়া হলেও অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে স্বাস্থ্যযাতে অনেকগুলো বিষয় এখনো চরম অবহেলা ও বৈষম্যের স্বীকার। অন্যান্য ক্যাডারে বিসিএস পরীক্ষার বয়সসীমা দুই বছর বৃদ্ধি করলেও বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে অজানা কারণে বয়স বৃদ্ধির বিষয়টি বিবেচনায় আনা হয়নি। অথচ ইন্টার্নশীপসহ এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করতে অন্যান্য গ্রাজুয়েশন এর চেয়ে আড়াই থেকে তিন বছর বেশি সময় লাগে। বৈষম্যহীন নতুন বাংলাদেশে চরম বৈষম্যের স্বীকার হচ্ছেন চিকিৎসকরা।
সংবাদ সম্মেলনে ৪টি দাবি জানানো হয়। সেগুলো হচ্ছে-
১) অতিদ্রুত বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বয়সসীমা দুই বছর বৃদ্ধি করে ৩৪ বছর করতে হবে।
২) পরীক্ষা পদ্ধতি এবং পিএসসি সংস্কার কার্যক্রম অতিদ্রুত বাস্তবায়ন করতে হবে।
৩) স্পেশাল বিসিএসে উল্লেখযোগ্য পরিমাণে ডেন্টাল সার্জন নিয়োগ দিতে হবে।
৪) একটি বিসিএস সম্পূর্ণ কার্যক্রম এক বছরের মধ্যে সম্পন্ন করতে হবে এবং প্রতিবছর চাহিদা অনুযায়ী ন্যূনতম এক থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে হবে।
আরও পড়ুন