র্যালি, আলোচনা সভা, গবেষণা মঞ্জুরী প্রদান ও রোগীদের উন্নতমানের খাবার পরিবেশনের মাধ্যমে ২৮তম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। ২৮তম বিশ্ববিদ্যালয়ের মূল থিম ছিলো- ইনোভেট-এডুকেট-এলিভেট ড্রিমস টু দ্যা রিয়েলিটি।
কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা, বেলুন ও পায়রা উড়ানো, বর্ণাঢ্য র্যালি, গবেষণা মঞ্জুরী প্রদান, পূবালী ব্যাংকের সৌজন্যে প্রাপ্ত ২টি নতুন স্টাফ বাস উদ্বোধন, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সাধারণ রোগী ও কেবিন ব্লকে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি কামনায় দোয়া মোনাজাত।
২৮তম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ এর বিশেষত্ব হলো এ বছর এই দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও কর্মচারী তাদের জন্য আপ্যায়ন বাবদ বরাদ্দকৃত অর্থ সাধারণ রোগী ও জুলাই গণঅভ্যুত্থানে আহতদের জন্য উৎসর্গ করেছেন। এই অর্থ দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আহত রোগী যারা বিএমইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং সাধারণ রোগীদের জন্য ২৮তম বিশ্ববিদ্যালয় দিবসে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
দিবস উপলক্ষে বুধবার (৩০ এপ্রিল) সকালে বি ব্লকের সামনে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানোর পর বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম।
র্যালিটি বি ব্লক থেকে বের হয়ে সুপার স্পেশালাইজড হাসপাতাল হয়ে সি ব্লকের সামনে এসে শেষ হয়। এরপর শহীদ ডা. মিল্টন হলে গবেষণা মঞ্জুরী প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডা.একেএম কবির আহমেদ রিয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৫৬ জন শিক্ষক চিকিৎসকের মাঝে গবেষণা অনুদান প্রদান করা হয়।
এছাড়াও দুপুরে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের অডিটোরিয়ামে ইনোভেট-এডুকেট-এলিভেট ড্রিমস টু দ্যা রিয়েলিটি ও বিপ্লবোত্তর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়: প্রত্যাশা বনাম অগ্রগতি শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। দিবসের বিষয়ে মূল থিম ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ। বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতারসহ বিশ্ববিদ্যালয়ের ডিনেরা বক্তব্য রাখেন।
আরও পড়ুন