সরকারি চাকরিতে এমবিবিএস ও বিডিএস এর মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করতে আসন্ন বিশেষ বিসিএসে ৫শ’ ডেন্টাল সার্জন নিয়োগসহ ৮ দফা দাবি জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম ডেন্টাল বিভাগ। বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব দাবি জানানো হয়।
সেখানে বক্তব্য রাখেন ন্যাশনাল ডক্টরস ফোরাম ডেন্টাল বিভাগের সভাপতি প্রফেসর ডা. মো. নুরুল আমিন ও সেক্রেটারী ডা. মো. মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য সেবায় মুখ ও দন্ত রোগের চিকিৎসার প্রধান সমস্যা, সম্ভাবনা এবং প্রতিকারের জন্য আমাদের প্রস্তাবনা- শীর্ষক বক্তব্য উপস্থাপন করা হয়। এতে বলা হয়, ১৮ কোটি জনসংখ্যার বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ। এই দেশের বেশীর ভাগ মানুষ প্রায়শ মুখ ও দাঁতের নানাবিধ রোগে ভুগে থাকেন। সাম্প্রতিক বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (সাবেক বিএসএমএমইউ) গবেষণায় দেখা যায়, বাংলাদেশে মুখ ও মুখ গহব্বর ক্যান্সারে আক্রান্তের হার দ্বিতীয় সর্বোচ্চ। দাঁত ও মুখের ক্যান্সারের বেসরকারি চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। অথচ একজন ডেন্টাল সার্জন প্রাথমিক ভাবে রোগ নির্নয় ও চিকিৎসা প্রদান করতে পারলে এটি প্রতিরোধ করা অনেকাংশে সম্ভব। দুঃখজনক বিষয় হচ্ছে দেশের সরকারি হাসপাতাল গুলোতে ডেন্টাল সার্জনের সংখা অত্যন্ত নগন্য।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে- ১০ হাজার জনগোষ্ঠীর বিপরীতে একজন ডেন্টাল সার্জনের প্রয়োজন। অত্যন্ত দুঃখের বিষয় উপজেলায় ৪-৫ লাখ মানুষের বিপরীতে উপজেলার ৩১, ৫০ ও ১০০ বেডের হাসপাতাল গুলোতে ডেন্টাল সার্জনের পদ মাত্র ১টি। এমনকি ১০ বেড, ২০ বেডের হাসপাতাল গুলোতে ডেন্টাল সার্জনের কোন পদই নেই। পদের দুর্ভাগ্যজনক অবস্থা অন্যান্য পর্যায়ের হাসপাতালগুলোতেও। ফলশ্রুতিতে দেশের বেশীর ভাগ মানুষ সরকারি ভাবে মুখ ও দাঁতের স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং ডেন্টাল সার্জন দের স্বল্পতার কারণে হাতুড়ে চিকিৎসকের শরনাপন্ন হতে বাধ্য হচ্ছেন যারা স্বতঃস্ফূর্তভাবে মানহীন সেবা দিচ্ছে।
সর্বশেষ জুলাই আন্দোলন এর স্পিরিট ছিলো বৈষম্য দূরীকরণ। কিন্তু সরকারি চাকরিতে MBBS ও BDS এর মধ্যে স্পষ্টত বৈষম্য দেখা যাচ্ছে। ৩৯তম বিশেষ বিসিএস এ ৬০০০ জন MBBS চিকিৎসক এর বিপরীতে মাত্র ২৫০ জন BDS চিকিৎসক নিয়োগ হয়েছে। ৪২তম বিশেষ বিসিএস এ ৪০০০ জন MBBS চিকিৎসক এর বিপরীতে কোনো BDS চিকিৎসক নিয়োগ হয়নি। অতঃপর ৪৮ তম বিসিএস এ MBBS চিকিৎসক ২০০০ নিয়োগের কথা চলমান।
ন্যাশনাল ডক্টরস ফোরাম ডেন্টাল বিভাগের ৮ দফা দাবী সমূহঃ
১. ১০ শয্যা, ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেন্টাল সার্জন পদ সৃষ্টি সহ জেলা, উপজেলা পর্যায়ে প্রতি ৫০ হাজার জনগোষ্ঠীর বিপরীতে একজন ডেন্টাল সার্জনের পদ সৃষ্টি করতে হবে। (বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১০,০০০ জনে ১ জন ডেন্টাল সার্জন প্রয়োজন)
২. আসন্ন বিশেষ বিসিএস এ ৫০০ টি পদে ডেন্টাল সার্জন নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সাথে বিসিএস সহ অন্যান্য নিয়োগ পরীক্ষায় ডাক্তারদের আবেদনের বয়স সীমা ৩২ বছর থেকে ৩৪ বছরে উন্নীত করতে হবে।
৩. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে উপজেলা পর্যায়ে ৬ষ্ঠ গ্রেডের দুইটি জুনিয়র কনসালটেন্ট (ডেন্টাল) এর পদ সৃজন করতে হবে। জেলা পর্যায়ে ৬ষ্ঠ গ্রেডের পাঁচটি ডেন্টাল কনসালটেন্ট এবং ৫ম গ্রেডের দুইটি সিনিয়র ডেন্টাল কনসালটেন্ট এর পদ সৃজন করতে হবে।
৪. স্বাস্থ্য সেবায় সমতা বিধান করতে হবে। ডেন্টাল সাজেক্টে বিষয় বহির্ভূত অর্থাৎ ডেন্টাল সার্জন পোস্টে সহকারী সার্জনদের পদায়ন বন্ধ করতে হবে।
৫. জনগণকে স্বল্প মূল্যে দন্ত সেবা প্রদান ও প্রাথমিক পর্যায়ে ওরাল ক্যান্সার সনাক্তের লক্ষ্যে ডেন্ট্রিস্ট্রিকে অপারশনাল প্ল্যান এর আওতায় আনতে হবে।
৬. জনগণের সঠিক ও নিরাপদ চিকিৎসা নিশ্চিতে বিডিএস ডিগ্রী ব্যতীত অন্য কেউ দন্ত চিকিৎসা প্রদান করতে পারবে না তা নিশ্চিত করতে হবে।
৭. সরকারি বেসরকারি সব ধরনের বিএসসি ইন ডেন্টাল টেকনোলজিস্ট কোর্স বন্ধ করে বিএসসি ইন ডেন্টাল ল্যাব টেকনোলজি কোর্স চালু করতে হবে।
৮. বিএসসি ইন ডেন্টাল টেকনোলজিস্ট এবং ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজিস্টদের প্রাইভেট প্রাক্টিস অনুমতি প্রদানের চক্রান্ত বন্ধ করতে হবে। একই সাথে চলমান রীট মামলাসমূহের (সিভিল আপীল ৬০/২০১৭, ২৫০১,৩০৮৫/১৮,৫৯০/২৫) দ্রুত নিষ্পত্তি করতে হবে।
আরও পড়ুন