Advertisement
Doctor TV

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫


চাকরি স্থায়ী করার দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের গেটে তালা দিলেন কোভিড-১৯ প্রকল্পের স্বাস্থ্যকর্মীরা

Main Image


স্বাস্থ্য অধিদপ্তরের সব গেটে তালা লাগিয়ে দিয়েছেন চাকরি স্থায়ীকরণসহ ৩ দাবিতে আন্দোলনরত কোভিড-১৯ প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের সব গেটে তালা লাগিয়ে দেন তারা।

 

আন্দোলনরত স্বাস্থ্যকর্মী আবদুর রহমান ডক্টর টিভিকে বলেন, 'গত রোববার থেকে আমরা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছি। সোমবার থেকে অনশন শুরু করেছি। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে আজ গেটে তালা দিয়েছি।'


মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর স্বাস্থ্য অধিদপ্তরের গেট খুলে দিলে আটকে পদা কর্মকর্তা-কর্মচারীরা অফিস থেকে বের হওয়ার সুযোগ পান। 

 

উল্লেখ্য, ২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যসেবা, বিশেষ করে কোভিড পরীক্ষার জন্য সরকার ৩৯৩ জন স্বাস্থ্যকর্মীকে নিয়োগ দিয়েছিল সরকার। কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের অধীনে নিয়োগ পেয়েছিলেন তারা।

 

পরবর্তীতে, তাদের ইআরপিপি প্রকল্পের অধীনে স্থানান্তরিত করা হয় এবং মেডিকেল অফিসার, নার্স এবং টেকনোলজিস্ট সহ আরও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়। এতে মোট কর্মীর সংখ্যা ১,১৫৪ জনে উন্নীত হয়। বর্তমানে, প্রকল্পের অধীনে ১,০০৪ জন কাজ করছেন।

 

আন্দোলনকারীদের একজন মইন উদ্দিন ডক্টর টিভিকে বলেন, 'আমরা জানুয়ারি থেকে বেতন পাচ্ছি না। এছাড়াও, ২৪ সালের ডিসেম্বরে প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। তাই আমরা চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলনে নেমেছি।'
 

ইআরপিপি প্রকল্পের চাকরিজীবীদের ৩টি দাবি হলোঃ

 

১. ১০০৪ জন কর্মরত জনবলের বকেয়া বেতন দ্রুত পরিশোধ।

২. চাকরি স্থায়ীকরণ।

৩. অতীতে প্রদত্ত ত্যাগ ও স্বাস্থ্যঝুঁকির যথাযথ মূল্যায়ন ও ক্ষতিপূরণ।

আরও পড়ুন