Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


অধ্যাপক ডা. এস.এ. আশরাফ আর নেই

Main Image


না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) সাবেক সভাপতি অধ্যাপক ডা. এস.এ. আশরাফ। মঙ্গলবার (১৭ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। 

 

অধ্যাপক ডা. এস. এ. আশরাফ তৎকালীন ব্রিটিশ ভারতের কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। এরপর সেখানেই কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে এফআরসিএস সম্পন্ন করেন। 

 

পাকিস্তান আমলে পাকিস্তান কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের কাউন্সিলর ছিলেন। পরবর্তীতে তিনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৭১ সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স গঠিত হলে অধ্যাপক ডা. এস.এ. আশরাফ সভাপতি নির্বাচিত হন। তিনি ছিলেন বিসিপিএসের দুইবারের সভাপতি।

আরও পড়ুন