Ad
Advertisement
Doctor TV

রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫


করোনা ঠেকাতে চসিকের নতুন করে টিকা কার্যক্রম

Main Image


করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির ফলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) আজ থেকে সীমিত পরিসরে টিকাদান কার্যক্রম শুরু করেছে। শুরুতে ফাইজারের বুস্টার ডোজ প্রদান করা হবে। এ দফায় হচ্ছে ৬০ বছরের ঊর্ধ্ব বয়সী নাগরিক ও গর্ভবতী নারীদের।

 

চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা জানান, সীমিত আকারে টিকাদান শুরু হলেও ধাপে ধাপে এটি বিস্তৃত করা হবে। যারা পূর্বে এক বা দুই ডোজ নিয়েছেন কিংবা এখনো কোনো ডোজ নেননি—উভয় গ্রুপই এবার বুস্টার ডোজ নিতে পারবেন। ১২ বছর বয়স ও তদূর্ধ্ব সব নাগরিক এই কার্যক্রমের আওতায় আসবেন।

 

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত ২৭ মে ফাইজারের ৬৭ হাজার ডোজ টিকা দেশে পৌঁছেছে এবং তা ইপিআই গুদামে সংরক্ষিত রয়েছে। উপজেলা পর্যায়েও এই টিকা সরবরাহ করা হয়েছে, তবে সেসব এলাকায় সাড়া তুলনামূলকভাবে কম। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বর্তমানে পর্যাপ্ত টিকার মজুত রয়েছে এবং আরও টিকা পর্যায়ক্রমে এসে পৌঁছাবে। 

আরও পড়ুন