চট্টগ্রাম মেডিকেল বিশ্বফিরলয়ের (চমেবি)
চট্টগ্রাম মেডিকেল বিশ্বফিরলয়ের (চমেবি) গবেষণা ব্যবস্থাপনা এডহক কমিটি হেলথ প্রফেশনাল এডুকেশন, হেলথ কেয়ার সিস্টেম ও ট্রিপিক্যাল হেলথ কেয়ায় সম্পর্কিত উপযুক্ত বিষয়ে গবেষণার জন্য গ্র্যান্ট সেয়ায় সিদ্ধান্ত গ্রহণ করেছে। রোববার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. হাসিনা নাসরীন বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিটি চমেবির অধিভুক্ত সকল মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর পাঠানো হয়েছে। সেখানে আগ্রহী গবেষককে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত Proforma অনুযায়ী বাজেটসহ নিম্নোক্ত শর্তসাপেক্ষে গবেষণা পত্রের প্রটোফল আগামী ২৮ মে’র মধ্যে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রায় দপ্তরে জমা নেয়ায় জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে যেসব শর্ত বলা হয়েছেঃ
১। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট Proforma অনুযায়ী গবেষণা প্রটোকল জমা দিতে হবে।
২। Research Protocol Institutional Review Board/ Ethical Review Committee এর Clearance থাকতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি IRB সনদ গ্রহণ যাবদ ৫০০০/- টাকা মূল্যের পে অর্ডায় করতে হবে, তবে যে সফল গবেষক নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে IRB সদলসহ প্রটোকল জমা দিবেন, তাদেরকে প্রসেসিং ফি বাবদ ২৫০০/- টাকা মূল্যের পে অর্ডার করতে হবে।
৩। গবেষণায় বাজেট ৩ (তিন) লক্ষ টাকায় বেশি হতে পারবে না।
8। Inform Consent বাংলা এবং ইংরেজীতে দিতে হবে।
৫। কমপক্ষে ১০টি থেকে ৩০টি রেফারেন্স থাকতে হবে।
৬। গবেষণার মেয়াদকাল ১ (এক) বছরের বেশি হতে পারবে না।
৭। জাতীয় পর্যায়ে বা কোন ইনস্টিটিউটে চলমান বিষয়ের উপর প্রটোকল গ্রহন করা হবে না।
৮। গবেষণার ক্ষেত্রে কোন খাতে কত খরচ হয়েছে বিস্তারিত হিসাবের বিবরন ভাউচারসহ দিতে হবে।
৯। থিসিস/ডিসারটেশন কোনভাবে গবেষণা প্রটোকল হিসেবে গ্রহন করা হবে না।
১০। এমডি/এফসিপিএস শিক্ষার্থীরা প্রধান গবেষক (Principal Investigator) হতে পারবে না।
১১। যে কোন গবেষক একটি মাত্র গবেষণা কর্মে প্রধান গবেষক হিসেবে নিয়োজিত থাকতে পারবেন।
১২। Research Protocol এ Declaration থাকতে হবে যে Research Protocol বাজেটসহ উপস্থাপন করার পর তা চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্পদ হিসেবে গন্য হবে এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুমতি ব্যতীত কোন জাতীয় বা আন্তজাতিক জার্নালে প্রকাশ করা যাবে না।
১৩। গবেষণা কর্ম সম্পন্ন হওয়ার পর উক্ত গবেষণা কর্মের ০৩ কপি বাঁধাই করে ও সফট কপি আর্টিকেল ফরম্যাটে সিডি করে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে প্রেরন করতে হবে।
১৪। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা নীতিমালা ২০২২ এর ৬.৬ ধারা অনুযায়ী গবেষণা প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ সরকারের সিভিল অডিট অধিদপ্তর কর্তৃক নিরীক্ষিত হবে বিধায় এই অর্থ ব্যয়ে অব্যশই সংশ্লিষ্ট আর্থিক বিধি বিধান অনুসরণ করতে হবে।
১৫। বিশ্ববিদ্যালয় হইতে পরপর ২ বার Principal Investigator হিসাবে গবেষণা অনুদান পেয়েছেন, তাদের আবেদন করার প্রয়োজন নাই।
১৬। গবেষকগণ এককভাবে অথবা যৌথভাবে গবেষণা প্রস্তাব কর্মরত প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে দাখিল করতে পারবেন।
উল্লেখ্য, গবেষণা নীতিমালা ২০২২ চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। দেখতে এখানে ক্লিক করুনঃ
আরও পড়ুন