ফিলিস্তিনি ডা. মোহাম্মদ, সিলেট মেডিকেলের সাবেক শিক্ষার্থী
আমার ফিলিস্তিনি রুমমেট ডা. মোহাম্মদ। সিলেট মেডিকেলে আমরা একসাথে পড়েছি।
বাংলাদেশ থেকে ডাক্তারী পাশ করে সে নিজ ভূমি ফিলিস্তিনে গাইনী বিভাগে কাজ শুরু করে। ফিলিস্তিনি হাজারো শিশু তার হাতেই দুনিয়া দেখেছে। মোহাম্মদদের মৃত্যু হলেও ইহুদীদের কাছে মাথা নত করবে না। এটা তাদেরই ভূমি। ফিলিস্তিনি শিশুরা ক্ষুধার জ্বালায় আল্লাহর কাছে মৃত্যুর জন্য ফরিয়াদ করছে। কারণ জান্নাতে অনেক খাবার আছে।
কাল রাতে মোহাম্মদের সাথে কথা হয়েছে। আমি একটু পর পর মেসেজে মোহাম্মদ মেসেঞ্জারে Last Active কত সময় আগে ছিল সেটা চেক করি। তার মৃত্যুর খবর তো পৃথিবীর কোনো নিউজ চ্যানেলে আমি পাবো না।
আল্লাহ আমাকে নবীজির যুগে কেনো পাঠাইলা না? ২০০ কোটি অথর্ব মুসলিমের চাইতে আমি তো একজন ফিলিস্তিনি; হামাস; হুতি; হিযবুল্লাহ কিংবা ইরানী যোদ্ধা হতে বেশি পছন্দ করবো।
আল্লাহ আমাদের শাসনকর্তাদের হেদায়েত দাও।
আরও পড়ুন