নওগাঁর জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুনীর আলী আকন্দ, নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী এবং অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন আহমেদ।
জানা গেছে, অনুষ্ঠানে মোট ৫৭ জন আহত ব্যক্তির হাতে সরকারি স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয়। এই কার্ডধারীরা সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।
নওগাঁর এই ৫৭ জন আহত যোদ্ধার মধ্যে একজন জুনাইদ হোসেন। ২০২৪ সালের ১৮ জুলাই পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের লাঠিয়াল বাহিনীর হামলায় গুরুতর আহত হন তিনি। সেই ভয়াবহ দিনের কথা স্মরণ করে জুনাইদ বলেন, আমরা সেদিন রাজপথে নেমেছিলাম একটি মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। কিন্তু আমাদের কণ্ঠ রুদ্ধ করতে স্বৈরাচারী সরকারের পৃষ্ঠপোষকতায় কিছু শক্তি বর্বর হামলা চালায়। আমি নিজে প্রচণ্ড মার খেয়েছি, কিন্তু আমাদের আন্দোলনের মনোবল ভাঙেনি।
স্বাস্থ্য কার্ড পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে জুনাইদ হোসেন বলেন, এই কার্ড আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের চিকিৎসা সেবায় সহায়তা দেবে। কিন্তু আমরা কখনো এসব কার্ড পাওয়ার আশায় রাজপথে নামিনি। আমরা জীবন বাজি রেখেছি অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য।
আরও পড়ুন