কক্সবাজার মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের ইফতার ও কক্সবাজার থেকে বিভিন্ন মেডিকেলে চান্স পাওয়া ৪৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে
কক্সবাজার মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে কক্সবাজার থেকে বিভিন্ন মেডিকেলে চান্স পাওয়া ৪৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। শুক্রবার (২৮ মার্চ) শহরের একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. সোহেল বকস।
অনুষ্ঠানে কক্সবাজার মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের পক্ষ থেকে অবিলম্বে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়নের দাবি জানানো হয়। এছাড়াও কক্সবাজার স্পেশালাইজড হাসপাতাল প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন অ্যাসোসিয়েশনের স্বপ্নবাজ তরুণরা।
অনুষ্ঠান সফল করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান কক্সবাজার মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ডা. সাজ্জাদ হোসেন।
আরও পড়ুন