Advertisement
Doctor TV

সোমবার, ৩১ মার্চ, ২০২৫


ধূমপায়ী হিসেবে প্রসঙ্গক্রমে তামিমের নাম চলে আসায় চিকিৎসকের দুঃখ প্রকাশ

Main Image

বাংলাদেশ দলের সাবেক ব্যাটসম্যান তামিম ইকবাল খান এবং পর্যবেক্ষণের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার


ধূমপানকারী হিসেবে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নাম চলে আসায় দুঃখপ্রকাশ করেছেন এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদার। শুক্রবার (২৮ মার্চ) এক সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ করেন তিনি।

 

ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেন, তামিমের শারিরীক অবস্থা বর্ণনা করতে গিয়ে হৃদরোগের ঝুঁকি হিসেবে স্মোকিং প্রসঙ্গ আসছে। এবং এখানে তামিমের নামটা ভুলবশত এটাচ করার জন্য আমি দুঃখিত।”

 

তিনি আরও বলেন, আমি চাই, আপনারা এটা মিডিয়ার মাধ্যমে জানাবেন যে,  আমরা আসলে রিস্ক ফ্যাক্টর হিসেবে এ প্রশ্নটা করছিলাম। তামিমের নামটা এখানে এসে যাওয়ার জন্য আমরা দুঃখিত। ধন্যবাদ আপনাদেরকে।

 

এরআগে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডা. শাহাবুদ্দিন তালুকদার জানান, তামিম ধূমপানে অভ্যস্ত। তবে তার এ অভ্যাস তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সে কারণে তাকে তা করতে দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

 

তিনি আরও বলেন, এখন যেটা হবে, সেটা হলো রিহ্যাবিলিটেশন। রিস্ক ফ্যাক্টর মিটিগেশন, ওর যে রিস্কগুলো আছে। হি ইজ আ স্মোকার। হি হ্যাভ টু কুইট স্মোকিং। আর ওবেসিটি কন্ট্রোল করতে হবে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। স্মোকিংটা হঠাৎ করে ও ছাড়তে…, প্রথমে তো ও বলেছিল আমি ছাড়তেই পারব না।

 

তামিমকে ধূমপানের বিকল্প ব্যবস্থাও ‘ভেপও’ নিতে নিষেধ করেন ডা. শাহাবুদ্দিন তালুকদার। তার কথা, ‘পরে বললো আস্তে আস্তে ছাড়বো, ভেপ নেবো। আমি বললাম না, ভেপও নিতে পারবে না। ভেপে ক্যান্সারের ঝুঁকি থাকে। তারপর আজকে সকালে সে বুঝলো, আমি বললাম যে ঠিক আছে, নিকোটিন প্যাচ বা নিকোটিন গাম আমরা দিই, হি এক্সেপ্ট ইট। এবং সে সিগারেট খাইতে চাচ্ছে, কিন্তুু আমরা এলাউ করতেছি না। কারণ এই সিগারেট খাইলে আবার উনার যে সমস্যাটা হইছিল, ভিটিপি; আবার হতে পারে।’

 

প্রসঙ্গতঃ তামিম ইকবালের চিকিৎসা নিয়ে সবাই সন্তুষ্ট। কেপিজে হাসপাতাল কিংবা এভারকেয়ার হাসপাতালে দেশবরেণ্য ক্রিকেটার তামিমের চিকিৎসার কোনোই ত্রুটি হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা দেশের অন্যতম সেরা ক্রিকেটারকে সুস্থ করে তুলতে সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়েছেন। সৃষ্টিকর্তার দয়া ও চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায় তামিম এখন যথেষ্ট সুস্থতার পথে। এরই মধ্যে জানা হয়ে গেছে, তামিম এভারকেয়ার হাসপাতালে ৭২ ঘণ্টা থাকার পর আজ শুক্রবার দুপুরে রাজধানীর বনানী ডিওএইচএসে নিজ বাসায় ফিরে গেছেন।

আরও পড়ুন