Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫


ফেনীতে জুলাই যোদ্ধাদের মাঝে চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ

Main Image

ফেনীতে জুলাই যোদ্ধাদের মাঝে অনুদানের চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ


ফেনীতে জুলাই যোদ্ধাদের মাঝে অনুদানের চেক ও স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

 

জানা গেছে, বৃহস্পতিবার সকালে জেলাপ্রশাসকের কার্যালয়ে জুলাই-আগস্ট আন্দোলনে আহত 'এ ও বি' ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের প্রথম পর্বের চেক বিতরণ এবং শহিদ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থ্যায়নে 'এ' ক্যাটাগরির তিন জন, 'বি' ক্যাটাগরির ৩০ জনের মাঝে অনুদানের চেক এবং শহীদ ৯ জনের পরিবারের মাঝে সঞ্চয়পত্র বিতরণ করা হয়।


অপরদিকে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট আন্দোলনে আহত 'জুলাই যোদ্ধাদের' মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করেন জেলাপ্রশাসক ।


এসময় উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম বাতেন ও , সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম চৌধুরী প্রমূখ।

আরও পড়ুন