Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫


শেয়ারিং হ্যাপিনেস: দ্যা গিফট অব হোপ
বিএমসি এলসি’র হৃদয়ছোঁয়া মানবিক উদ্যোগ

Main Image


ইফফাত তাজরীন ইমা: 

রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি একে অপরের পাশে দাঁড়ানোর, ভালোবাসা ভাগ করে নেওয়ার এবং মানবিকতার হাত বাড়ানোর সময়। এই মহতী চেতনাকে ধারণ করে বাংলাদেশ মেডিকেল কলেজ লোকাল কমিটি (BMC LC) , বিএমএসএস(বাংলাদেশ মেডিকেল সস্টুডেন্টস সোসাইটি ) আয়োজন করেছিল এক ব্যতিক্রমী উদ্যোগ— "Sharing Happiness: The Gift of Hope"। এই আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়ার প্রয়াস নেওয়া হয়।
 

ফেজ ১: ইফতার ও উপহার সংগ্রহ (২০ মার্চ ২০২৫)
 

২০ মার্চ, Standing Committee on Human Rights and Peace (SCORP) এর অধীনে BMC LC আয়োজন করে এক হৃদয়ছোঁয়া ইফতার অনুষ্ঠান। এটি শুধু ইফতার আয়োজনেই সীমাবদ্ধ ছিল না; বরং ঈদের উপহার সংগ্রহের একটি মহতী প্রচেষ্টাও ছিল।
 

স্বেচ্ছাসেবকরা ভালোবাসার নিদর্শন হিসেবে সংগ্রহ করেন টি-শার্ট, শার্ট, থ্রি-পিস, পাঞ্জাবি ,ঈদ উপহার ও শিশুদের খেলনা। প্রতিটি উপহার ছিল নতুন কাপড় ও আনন্দের প্রতিচ্ছবি, যা সুবিধাবঞ্চিতদের ঈদকে রঙিন করে তুলবে।
এ আয়োজনকে আরও উৎসবমুখর করতে চাঁদ রাতের আমেজ আনা হয়েছিল ঈদ কার্ড ও মেহেদি সেশনের মাধ্যমে। অংশগ্রহণকারীরা ঈদকে ঘিরে নিজেদের অনুভূতি ভাগ করে নেন, আর এক অনন্য ভালোবাসার বন্ধনে আবদ্ধ হন। এবারের আয়োজনে রেকর্ডসংখ্যক মানুষ যুক্ত হন, যা এই উদ্যোগকে আরও সমৃদ্ধ করেছে।

 


 

ফেজ ২: উপহার বিতরণ—ডিস্ট্রিবিউশন ফেজ (২৮ মার্চ ২০২৫)
 

উপহার সংগ্রহের পরই শুরু হয় এ উদ্যোগের মূল পর্ব—উপহার বিতরণ। ২৮ মার্চ ২০২৫, ঈদের ঠিক আগে, BMC LC বিভিন্ন দরিদ্র ও অসহায় মানুষের মাঝে উপহারগুলো পৌঁছে দেয়, যাতে তারাও ঈদের আনন্দে শামিল হতে পারেন।
 

ঈদ মানেই সহমর্মিতা, দানশীলতা ও ভালোবাসার উৎসব। সেই চেতনাকে সামনে রেখে BMC LC সুবিধাবঞ্চিত ৫০ জনেরও বেশি মানুষের মাঝে খাদ্য, পোশাক, খাবার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে।
এই আয়োজন সম্পর্কে আয়োজকরা জানান, "Sharing Happiness" শুধু একবারের আয়োজন নয়, এটি ভালোবাসা ও মানবিকতার এক যাত্রা। ভবিষ্যতেও তারা এই উদ্যোগ চালিয়ে যেতে চান, যেন আরও বেশি মানুষের মুখে হাসি ফোটানো যায়।

 


 

"Sharing Happiness" শুধুমাত্র একটি ইভেন্ট নয়, এটি আশার আলো ছড়ানোর এক প্রতিজ্ঞা, যা মানুষের মধ্যে ভালোবাসা ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করে।

আরও পড়ুন