Advertisement
Doctor TV

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫


সফলভাবে রিং পরানোর পর তামিম ইকবালের অবস্থা এখন অনুকূলে: হাসপাতাল কর্তৃপক্ষ

Main Image

কেপিজে স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত ব্রিফিংয়ে চিকিৎসক দল


সফলভাবে রিং পরানোর পর ক্রিকেটার তামিম ইকবালের অবস্থা এখন অনুকূলে বলে জানিয়েছেন কেপিজে স্পেশালাইজড হাসপাতালের মিডিয়া ডিরেক্টর ডা. রাজীব হাসান। সোমবার (২৪ মার্চ) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। 

 

বিফিংয়ে জানানো হয়, বিকেএসপিতে ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। অবস্থা এতটা গুরুতর হয়ে পড়ে যে, সাভার থেকে ঢাকায় আনাও সম্ভব হয়নি। দ্রুততম সময়ের মধ্যে বিকেএসপির পাশে অবস্থিত সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় সাবেক অধিনায়ককে। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়ে। এরই মধ্যে হার্টে পরানো হয়েছে একটি রিং। 

 

হাসপাতালটির মিডিয়া ডিরেক্টর ডা. রাজীব হাসান জানিয়েছেন, তামিমের সংকটাপন্ন অবস্থা এখনো কাটেনি। তবে সফলভাবে রিং পরানোর পর তামিমের অবস্থা এখন অনুকূলে বলে জানান তিনি।

 

ডা. রাজীব গণমাধ্যমকে বলেছেন, ‘তামিম ইকবাল ভাই আজকে সকালে সাড়ে ৯টার দিকে অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় তাকে এখানে আনা হয় এবং চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে চিন্তা করি যে তাকে ঢাকায় নিয়ে যাওয়া যাবে না। বিভিন্ন কারণে ঢাকায় নেওয়া যায়নি। পরবর্তীতে তার অবস্থা ক্রিটিক্যাল হয়ে যায়। ওই অবস্থায়ই তিনি আবার আসেন। ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন, সব কিছু করা হয়েছে। আল্লাহর রহমতে কন্ডিশন এখন অনুকূলে আছে। তার একটা হার্ট অ্যাটাক হয়েছে। তাই একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ও একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে উনার স্টেন্টিং খুব স্মুদলি ও এফিশিয়েন্টলি হয়েছে। ডাক্তার মারুফ এই স্টেন্টিং করেছেন। এখন ওই ব্লকটা পুরোপুরি চলে গেছে। আমরা যেমনটা বলছিলাম, একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, স্টেন্টিংয়ের পর এখন পর্যবেক্ষণে আছেন। ক্রিটিক্যাল অবস্থা এখনও কাটেনি। একটু সময় লাগবে। আমরা সবাই প্রাণপণ চেষ্টা করছি।’

 

উল্লেখ্য, সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে চলছিল ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে মাঠেই হার্ট অ্যাটাক করেন তামিম। অবস্থা গুরুতর হওয়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ককে দ্রুতই হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগে তামিমকে নিতে হেলিকপ্টারও আসে। কিন্তু পরিস্থিতি ভালো না হওয়ায় পাশে থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।  

আরও পড়ুন