Advertisement
Doctor TV

বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫


গাজায় গণহত্যার প্রতিবাদে প্রতীকী কর্মবিরতি বিএমইউর চিকিৎসকদের

Main Image


ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চিকিৎসকেরা। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আজ (৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় জরুরি চিকিৎসা ছাড়া অন্য সব ধরনের সেবা, বহির্বিভাগ ও শিক্ষাদান বন্ধ রাখ্ হয়। 

 

সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গাজায় শিশু, নারী ও বৃদ্ধসহ অসংখ্য নিরীহ মানুষ প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন। ধ্বংস হয়ে যাচ্ছে হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্র। এমন পরিস্থিতিতে চুপ করে থাকা মানে অন্যায়ের পাশে দাঁড়ানো। তাই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসকেরা বিশ্ব স্বাস্থ্য দিবসের দিনে এক ঘণ্টার প্রতীকী কর্মবিরতি পালন করবে।

 

চিকিৎসকরা বলছেন, আমরা শপথ নিয়েছি মানুষের জীবন রক্ষা করার। গাজায় যেভাবে মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না। আমরা গাজার মানুষের পাশে দাঁড়াতে এই প্রতীকী কর্মবিরতির ঘোষণা দিয়েছি।


বিশ্বজুড়ে চলা “বিশ্ব থেমে দাঁড়ায় গাজার জন্য” আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেন। 

 

তারা আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য দিবসে যখন সবাই স্বাস্থ্য সচেতনতা নিয়ে কথা বলছে, তখন গাজার মানুষ চিকিৎসা, খাদ্য ও নিরাপত্তার অধিকার থেকেও বঞ্চিত। এই চরম সংকটে বিশ্ব বিবেককে জাগিয়ে তুলতেই আমাদের এই উদ্যোগ। 

আরও পড়ুন