Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় নামে প্রজ্ঞাপন জারি

Main Image

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ -ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত রাষ্ট্রপতির ক্ষমতাবলে ১৩ এপ্রিল, ২০২৫ এর অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত অধ্যাদেশ নং ১২, ২০২৫ মোতাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ সংশোধনকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত অধ্যাদেশে বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ সনের ১ নং আইনে উল্লেখকৃত “বঙ্গবন্ধু শেখ মুজিব” শব্দগুলির পরিবর্তে “বাংলাদেশ” শব্দ দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।

 

উক্ত অধ্যাদেশ নং ১২, ২০২৫ অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের নাম ‘বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’ হিসেবে গন্য হবে।

 

আরও পড়ুন