Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে কুষ্টিয়া মেডিকেলের দুই চিকিৎসক

Main Image


ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজের দুই চিকিৎসক। তাঁরা হলেন- কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডা. এ এইচ এম মঈন উদ্দীন সিদ্দিকী এবং মানসিক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. আশেক উল্লাহ।

 

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে প্রাইভেটকারযোগে কুষ্টিয়া থেকে রাজবাড়ির পাংশা উপজেলায় যাচ্ছিলেন তারা। যাবার পথে গোপালপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে তাদের প্রাইভেট কারটির সংঘর্ষ হয়। এতে প্রাইভট কারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। 

 

দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় অর্থপেডিক সার্জন ডা. এ এইচ এম মঈন উদ্দীন সিদ্দিকী এবং মানসিক ও মনোরোগ বিশেষজ্ঞ ডা. আশেক উল্লাহকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে আনা হয়। 

আরও পড়ুন