Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


মাগুরা মেডিকেল কলেজ বন্ধ হচ্ছে না: প্রেস সচিব

Main Image


মাগুরা মেডিকেল কলেজ বন্ধ করা হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে কলেজটি পরিদর্শনকালে শিক্ষক ও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন তিনি। 

 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, মেডিকেল কলেজ বন্ধ, স্থানান্তর বা অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে অধিভুক্ত করার কোন ইচ্ছা সরকারের নেই। কলেজের ভবিষ্যৎ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

 

শফিকুল আলম বলেন, কলেজের অ্যাকাডেমিক অগ্রগতি সম্পর্কে তিনি সম্যক অবহিত, যা সন্তোষজনক বলে বর্ণনা করেছেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে, দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে এবং দেশের জন্য ইতিবাচক অবদান রাখতে উৎসাহিত করেন। এ সময় মাগুরা জেলা প্রশাসক মো. ওহিদুল ইসলাম, কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন