নবনির্মিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেয়ার প্রতিবাদে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে মেডিকেল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়কের দুপাশে বাঁশ দিয়ে অবরোধ করেন তারা। এরআগে মঙ্গলবারও একই দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন করেন তারা।
শিক্ষার্থীরা জানান, চার বছর আগে সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমি কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু হাসপাতাল চালু না হওয়ার কারণে শিক্ষার্থীদের এখন পর্যন্ত পর্যাপ্ত ওয়ার্ড-ক্লাস দেয়া হচ্ছে না। বরং হাসপাতাল চালুর প্রকল্পের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। তাই অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে দ্রুত হাসপাতাল চালু করে ওয়ার্ড ক্লাস বাড়ানোর দাবিতে আন্দোলন চলছে। দাবি মানা না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এদিকে, শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে যোগ দেন স্থানীয় জনতা।
আরও পড়ুন