Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


স্ট্র্যাটেজিক লিডারশিপের প্রশিক্ষণ উপজেলার স্বাস্থ্য ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে পারে: গবেষণা

Main Image

কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের ছবি (অনলাইন থেকে সংগৃহীত)


স্ট্র্যাটেজিক লিডারশিপের প্রশিক্ষণ উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করতে পারে, যা স্বাস্থ্যসেবার উন্নতি এবং রিসোর্সের যথাযথ ব্যবহার নিশ্চিত করবে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপকদের ওপর কৌশলগত নেতৃত্ব প্রশিক্ষণের প্রভাব মূল্যায়ন’ শীর্ষক গবেষণার প্রাথমিক ফলাফলে এ তথ্য উঠে এসেছে। 

 

রোববার (২৩ মার্চ) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত কর্মশালায় গবেষণার প্রাথমিক ফলাফল বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন গবেষষক দলের প্রধান ও ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস্ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারিহা হাসিন। 

 

এরপর লিডারশিপের পাঁচটি ডিসিপ্লিনের তাৎপর্য নিয়ে আলোচনা করেন কমিউনিটি ক্লিনিক হেলথ অ্যাসিস্ট্যান্স ট্রাস্টের চেয়ারম্যান এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য ডা. এ এম জাকির হোসেন। আলোচনায় লিডারশিপ প্রশিক্ষণের ভূমিকা সম্পর্কে গুরুত্বারোপ করেন তিনি। 

 

কর্মশালায়ি প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। তিনি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার টেকসই উন্নয়নের জন্য লিডারশিপ প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এই কর্মশালা উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপকদের জন্য লিডারশিপ প্রশিক্ষণের মূল্যায়ন ও উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত ও দক্ষ করে তুলতে সহায়ক হবে বলে মতামত ব্যক্ত করেন তিনি।

 

কর্মশালায় উপস্থিত থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন), অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন), অধ্যাপক ডা. নাহরীন আখতার, কোষাধ্যক্ষ, অধ্যাপক ডা. মো. আতিকুল হক, চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস্ ও ডিন, প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদ এবং ডা. সেকেন্দার আলী মোল্লা, উপ-পরিচালক, পরিকল্পনা ও গবেষণা, স্বাস্থ্য অধিদপ্তর, ডা. ফিদা মেহরান, হেলথ সিস্টেম স্পেশালিস্ট, হেলথ সেকশন ইউনিসেফ, বাংলাদেশ তাদের মূল্যবান মতামত দেন। আলোচকরা লিডারশিপ প্রশিক্ষণের তাৎপর্য এবং ভবিষ্যতে স্বাস্থ্যখাতে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে মতামত দেন।

আরও পড়ুন