Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫


চিকিৎসকদের ৫ দফা দাবির সাথে ড্যাবের একাত্মতা

Main Image

রোববার (৯ মার্চ) তরুণ চিকিৎসকদের প্রতিনিধিরা ড্যাব নেতাদের সাথে দেখা করেন


আন্দোলনরত তরুণ চিকিৎসকদের ৫ দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব)। রোববার (৯ মার্চ) তরুণ চিকিৎসকদের প্রতিনিধিরা দেখা করতে গেলে ড্যাব নেতারা একথা বলেন। ড্যাবের পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কিছুদিন যাবত সারাদেশের মেডিকেল শিক্ষার্থী এবং তরুণ চিকিৎসকবৃন্দ চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষার্থে ও স্বাস্থ্যখাতে বিরাজমান অস্থিরতা দূরীকরণে আন্দোলন চালিয়ে আসছেন। এরই সাথে ভঙ্গুর স্বাস্থ্যখাত সংস্কারে ৫ দফা দাবি পূরণে সরকারকে আহ্বান জানিয়ে আসছেন।

 

জনস্বাস্থ্যের বৃহত্তর স্বার্থে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ ও সম্মানিত মহাসচিব ডাঃ মোঃ আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে চিকিৎসকদের ৫ দফা যৌক্তিক দাবির সাথে একাত্মাতা ঘোষণা করেছেন। দাবিগুলো নিম্নরূপ:

 

১. এমবিবিএস/বিডিএস ডিগ্রীপ্রাপ্তগণ ব্যতিত অন্য কেউ নামের পূর্বে "ডাক্তার" পদবী ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান এই সংক্রান্ত আইন ও জনস্বাস্থ্য বিরোধী সকল রিট আগামী ১২ই মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং বাংলাদেশে "ডিপ্লোমা চিকিৎসক" নামে বিভ্রান্তিকর কোনো পদবির প্রচলন করা যাবে না, যার অস্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্বের কোথাও নেই।

 

২. "রেজিস্টার্ড চিকিৎসক (এমবিবিএস/বিডিএস) ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না" এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।

 

৩. আগামী ৭ কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনঃনির্ধারণ এবং মানহীন সকল ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে।

 

৪. জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য শূন্যপদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএসের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত করতে হবে।

 

৫. বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো (পে-স্কেল) প্রণয়ন করতে হবে।

 

ড্যাব নেতৃদ্বয় চিকিৎসাক্ষেত্রে বিরাজমান অস্থিরতা দূর করতে উপরোক্ত ৫ দফা দাবি পূরণের জন্য অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। জনস্বাথ্যের কল্যাণ নিশ্চিতে উপরোক্ত ৫ দফা দাবি পূরণ আবশ্যক বলে মনে করেন তাঁরা। 

আরও পড়ুন