Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


কমপ্লিট শাট ডাউনের ঘোষণা রাজশাহী মেডিকেলের ইন্টার্নদের

Main Image

রোববার (৯ মার্চ) দুপুরে রামেক হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে আয়োজিত সংবাদ সম্মেলন কমপ্লিট শাট ডাউনের ঘোষণা দেন রাজশাহী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা


পাঁচ দফা দাবি আদায় না হওয়ায় আগামী সোমবার (১০ মার্চ) থেকে সব সেবা বন্ধের ঘোষণা দিলেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। রোববার (৯ মার্চ) দুপুরে রামেক হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এই হুঁশিয়ারি দেন।

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চারু মামার ক্যান্টিনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ফোরামের  সভাপতি ডা. এম আব্দুল্লাহ বলেন, পাঁচ দফা দাবি আদায়ে দীর্ঘদিন বিক্ষোভ কর্মসূচি ও আন্দোলন চলছে। কিন্তু দাবি পূরণে কোনো ফলপ্রসূ আলোচনার তথ্য পাওয়া যায়নি। তাই আগামী সোমবার থেকে সারা বাংলাদেশে একযোগে ‘কমপ্লিট শাট ডাউন’ ঘোষণা করা হলো।

 

ঘোষিত এই কর্মসূচি রাজশাহীতেও চলমান থাকবে। এছাড়া দাবি না মানলে ১২ মার্চ থেকে রামেক হাসপাতালের জরুরি বিভাগসহ সব সরকারি এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা বন্ধ থাকবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ফোরামের সাধারণ সম্পাদক  ডা. অনন্যা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারী ছাড়া নামের আগে ডাক্তার না লেখা, মানহীন প্রাইভেট ম্যাটস ও মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা ও চিকিৎসকদের সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা গত ২৩ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি পালন করছেন। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আংশিক ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি এবং কর্মবিরতি চলছে।

 

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের ইনচার্জ ও তথ্য কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসকরাই হাসপাতালের প্রাণ। তারা না থাকলে সমস্যা হবে, এটাই স্বাভাবিক। এজন্য ইন্টার্নদের সমস্যা ও দাবির প্রতি তাদেরও সমর্থন আছে।

 

হাসপাতালের আউটডোর এবং ইনডোরে রোগীদের সেবা নিশ্চিত করতে মিড লেভেল ও সিনিয়র চিকিৎসকরা দায়িত্ব পালন করছেন বলে জানান ওই চিকিৎসক।

আরও পড়ুন