Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


বিএসএমএমইউর কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা রাখার সময়সীমা বৃদ্ধি ও সংস্কারের আবেদন

Main Image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)


বিএসএমএমইউর কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা রাখার সময়সীমা বৃদ্ধি ও সংস্কারের আবেদন জানিয়েছেন চিকিৎসক, শিক্ষার্থী ও গবেষকরা। বুধবার (৫ মার্চ) বিএসএমএমইউর গ্রন্থাগারিক বরাবর লিখিত আবেদন জানান তারা। আবেদনে তারা বলেন, ‘‘গ্রন্থাগারের খোলা রাখার সময়সীমা সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত বৃদ্ধি এবং সামগ্রিক সংস্কার করা হলে আমরা আরও স্বাচ্ছন্দ্যে ও ভাল ভাবে আমাদের পাঠ ও গবেষণা চালিয়ে যেতে পারবো।’’

 

আবেদনে বলা হয়েছে, আমরা বি.এস.এম.এম.ইউ এর শিক্ষার্থী ও গবেষকগণ কেন্দ্রীয় গ্রন্থাগারে নিয়মিতভাবে পাঠ ও গবেষণার কাজে ব্যস্ত থাকি। তবে বর্তমান সময়সূচি অনুযায়ী গ্রন্থাগার সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে, যা অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত নয়। বিশেষ করে, পরীক্ষার প্রস্তুতি, গবেষণা কার্যক্রম এবং উচ্চতর অধ্যয়নের জন্য অধিক সময় প্রয়োজন হয়।

 

পাশাপাশি আমরা লক্ষ্য করছি যে, গ্রন্থাগারের বেশ কিছু এসি, ফ্যান এবং লাইট ঠিকমত কাজ করছে না। কিছু চেয়ার-টেবিল ব্যবহার অনুপযোগী এবং ওয়াশরুমের সংখ্যা গ্রন্থাগারে আগত শিক্ষার্থীদের তুলনায় অপ্রতুল। উল্লেখ্য যে, ইতোপূর্বে (করোনা সংক্রমনের পূর্বে) বিএসএমএমইউ এর কেন্দ্রীয় লাইব্রেরী সকাল ৮:০০ টা থেকে রাত ১০:০০ টা পর্যন্ত খোলা থাকত।

 

আবেদনের শেষাংশে তারা বলেন, আপনার সদয় বিবেচনার জন্য অনুরোধ করছি যে, গ্রন্থাগারের খোলা রাখার সময়সীমা সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বৃদ্ধি এবং সামগ্রিক সংস্কার করা হলে আমরা আরও স্বাচ্ছন্দ্যে ও ভাল ভাবে আমাদের পাঠ ও গবেষণা চালিয়ে যেতে পারবো।

আরও পড়ুন