Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


দেশে প্রথমবারের মত বিনা অপারেশনে মাইভ্যাল পালমোনারি ভাল্ব প্রতিস্থাপন

Main Image

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ক্যাথল্যাবে দেশে প্রথমবারের মত বিনা অপারেশনে মাইভ্যাল পালমোনারি ভাল্ব প্রতিস্থাপন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডাক্তার নুরুন্নাহার ফাতে


বাংলাদেশে প্রথমবারের মত  বিনা অপারেশনে ইন্টারভেনশনের মাধ্যমে হৃদযন্ত্রের মাইভ্যাল পালমোনারি ভাল্ব প্রতিস্থাপন করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ক্যাথল্যাবে এই ইন্টারভেনশন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. নুরুন্নাহার ফাতেমা।

 

জানা যায়, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের এবং বাংলাদেশ কিডস হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (প্রফেসর) ডা. নুরুন্নাহার ফাতেমা (অব:) এর সার্বিক প্রচেষ্টায় মাহদী নামের ২৩ বছরের একটি ছেলের হার্টে (মাইভেল) Myval নামের একটি পালমোনারি ভাল্ব প্রতিস্থাপন করা হয়েছে। বাংলাদেশে এই ভাল্বটি আজকে সর্বপ্রথম Pulmonary valve পজিশনে প্রতিস্থাপিত হলো।

 

মাহাদী জন্ম থেকেই জটিল হৃদরোগে ভুগছিল। ২০০২ সালে ভারত থেকে সর্বপ্রথম তার ওপেন হার্ট সার্জারি করা হয়  এরপর কিছুদিন সে সুস্থ থাকে কিন্তু আট বছর পর আবারও তার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। তখন তাকে আবারও ভারতে রেফার করা হয় এবং তার হার্টে সার্জারির মাধ্যমে একটি পালমোনারি ভাল্ব প্রতিস্থাপন করা হয়। পাঁচ ছয় বছর ভালো থাকার পর আবারও তার ভাল্বের সমস্যা দেখা দিতে থাকে এবং তার ভাল্বটি আবারো সরু হয়ে যায়। মাহদী তার বাবা-মায়ের একমাত্র সন্তান হওয়ার কারণে তারা বার বার অপারেশন করতে ভীত হয়ে পড়েন। কিডস হার্ট ফাউন্ডেশন বিনা অপারেশনে ভাল্ব প্রতিস্থাপনের জন্য তখন চেষ্টা করতে থাকে এবং মেরিল কোম্পানির সাথে যোগাযোগের মাধ্যমে Myval সংগ্রহ করে। প্রথম কেইস হিসাবে ভারত থেকে বিখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার শিভাকুমার কথানডাম এই ভাল্বটি প্রতিস্থাপনে সহায়তা করেন। 
 

ভাল্ব প্রতিস্থাপনের পর মাহদী এখন সম্পূর্ণ সুস্থ আছে এবং আগামী দুইদিন পরেই তাকে হাসপাতাল ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন