Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


দুই দফা দাবিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজে শাটডাউন ঘোষণা

Main Image

দুই দফা দাবিতে ক্যাম্পাসে শাটডাউন ঘোষণা করেছেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা


দুই দফা দাবিতে ক্যাম্পাসে শাটডাউন ঘোষণা করেছেন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১০টা থেকে কলেজের গেটের সামনে শাটডাউন লেখা ব্যানার ঝূলিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

 

শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমানে কলেজে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। বিশেষ করে মেডিসিন, মাইক্রোবায়োলজি,প্যাথোলজি, ফিজিওলজি, সিসিইউ,গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টসহ ডেন্টাল ইউনিটেরও অধিকাংশ ডিপার্টমেন্ট এ শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে মেডিকেল শিক্ষার্থীরা মানসম্মত ক্লাস ও প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন। 

 

এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে দুই দফা দাবি তুলে ধরা হয়। দাবি দুইটি হল –

 

১. অনতিবিলম্বে মেডিকেল কলেজের সকল ডিপার্টমেন্টে শূন্য পদগুলোতে শিক্ষক পদায়ন করা।

 

২.অবিলম্বে কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি ও অন্যান্য ডিপার্টমেন্ট এর বদলিকৃত শিক্ষকদের তাদের স্ব-পদে পুনরায় পদায়ন করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হবে।

 

শিক্ষক সংকটের কথা স্বীকার করেছেন কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশার। তিনি জানান, এ বিষয়ে মন্ত্রণালয়ে কথা হয়েছে। দ্রুত সমস্যা সমাধান করার আশ্বাস দেন তিনি। 

 

আরও পড়ুন