রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
বাংলাদেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অরাজকতা বন্ধে ৫টি দাবি জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেকহা) ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রমেকহার পরিচালক বরাবার এসব দাবি জানান তারা।
রমেকহার ইন্টার্ন ডক্টর'স সোসাইটির সভাপতি ডা. মাহফুজুর রহমান আরিফ ও সাধারণ সম্পাদক ডা. কাওছার আহমেদ স্বাক্ষরিত আবেদনে বলা হয়, বাংলাদেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অরাজকতার কারণে সাধারণ মানুষ মৌলিক অধিকার "স্বাস্থ্যসেবা" থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে গৃহীত কিছু সিদ্ধান্ত চিকিৎসক সমাজ গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। এই সিদ্ধান্তগুলো দেশের স্বাস্থ্যব্যবস্থাকে ভেঙে দিতে পারে এবং অপচিকিৎসার নতুন দ্বার উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে। এমতাবস্থায় মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের পক্ষ থেকে নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করা হলোঃ
১. MBBS/BDS ব্যতীত কেউ "ডাক্তার" উপাধি ব্যবহার করতে পারবে নাঃ
• BMDC-এর বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে।
• BMDC রেজিস্ট্রেশন শুধুমাত্র MBBS/BDS ডিগ্রিধারীদের জন্য সংরক্ষিত থাকবে।
• ২০১০ সাল থেকে MATS শিক্ষার্থীদের দেওয়া BMDC রেজিস্ট্রেশন অবিলম্বে বন্ধ করতে হবে।
২. আন্তর্জাতিক মান অনুযায়ী OTC Drug List আপডেট করতে হবেঃ
• উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন OTC Drug List তৈরি করা।
• MBBS BDS ছাড়া অন্য কেউ OTC List-এর বাইরের ওষুধ প্রেসক্রাইব করতে পারবে না।
• ফার্মেসিগুলো রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া OTC List-এর বাইরে ওষুধ বিক্রি করতে পারবে না।
৩. স্বাস্থ্য খাতে চিকিৎসকের সংকট নিরসন করতে হবেঃ
• ১০,০০০ নতুন ডাক্তার নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ করতে হবে।
• স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো সপ্তম গ্রেডে চিকিৎসক নিয়োগ দিতে হবে।
• BCS-এ চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করা হোক।
৪. MATS ও নিম্নমানের মেডিকেল কলেজ বন্ধ করতে হবেঃ
সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (MATS) বন্ধ করতে হবে।
• ইতোমধ্যে পাশ করা MATS শিক্ষার্থীদের SACMO পদবী পরিবর্তন করে "মেডিকেল অ্যাসিস্ট্যান্ট" হিসেবে নিয়োগ দিতে হবে।
• নতুন MATS ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে।
• MATS শিক্ষার্থীদের যথাযথ যোগ্যতা অনুযায়ী Paramedics বা Nursing এ স্থানান্তর করতে হবে।
৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবেঃ
• চিকিৎসকদের প্রতি যেকোনো সহিংসতা বা হুমকি কঠোরভাবে দমন করতে হবে।
• চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে নির্দিষ্ট আইন বাস্তবায়ন ও প্রয়োগ করতে হবে।
আরও পড়ুন