রোববার (৯ ফেব্রুয়ারি) চার দফা দাবিতে ফের রাজধানীর অন্যতম প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থান নেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা
আগামী ৭২ ঘন্টার মধ্যে ম্যাটসদের দাবি অনুযায়ী শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। রোববার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অন্তর্ভুক্ত চিকিৎসা শিক্ষা অধিশাখার প্রকাশিত ‘নোট অব ডিসকাসন’ থেকে এ তথ্য জানা গেছে। তবে ঘোষিত ৪ দাবি আদায়ে অনড় অবস্থানে রয়েছে ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ। এজন্য নতুন কর্মসূচি দিয়েছেন তারা।
চিকিৎসা শিক্ষা অধিশাখার নোট অব ডিসকাসন বলঅ হয়েছে, অদ্য (৯ ফেব্রুয়ারি) ২০২৫ তারিখ বিকাল ৩.০০ টায় সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ এর প্রতিনিধিদের সাথে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য সেবা বিভাগ এর সচিব মহোদয়সহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ এর উত্থাপিত বিভিন্ন দাবীর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়:
(ক) শিক্ষার্থী রেজিষ্ট্রেশনের মেয়াদ ০৭ বছরের পরিবর্তে ১০ বছরে উন্নীত করার বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
(খ) বিদ্যমান কোর্স কারিকুলাম পর্যালোচনা করে পরীক্ষায় সাপ্লিমেন্টারি সিস্টেম চালুর বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
(গ) উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদ দশম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক ০৯.০২.২০২৫ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।
(ঘ) উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে জরুরি ভিত্তিতে সকল শূন্য পদে নিয়োগের কার্যক্রম গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ০৯.০২.২০২৫ তারিখে পত্র প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ৭২ ঘন্টার মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
(ঙ) উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগের লক্ষ্যে খসড়া নিয়োগ বিধি সংশোধনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১৭.১২.২০২৪ তারিখের স্বাঃঅধিঃ/প্রশাসন/নন-মেডিকেল নিয়োগ বিধিমালা/ ২০২৪/৪০৩৮ এর মাধ্যমে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)-এর নেতৃত্বে গঠিত কমিটি অর্পিত দায়িত্ব দ্রুত সম্পন্ন করবে।
(চ) ম্যাটসে ভর্তির আবেদনের যোগ্যতা জিপিএ ২.৫ এর স্থলে ৩.৫ এ উন্নীত করা।
(ছ) ‘মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স এর নামকরণের প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে পত্র প্রেরণ করা হয়েছে। আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সভা আহ্বান করা হয়েছে।
(জ) ‘মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)’ এর নাম পরিবর্তনের বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
৪ দাবিতে অনড় ম্যাটসরাঃ
এদিকে, চার দফা দাবি আদায়ের নতুন কর্মসূচি দিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। কর্মসূচি অনুযায়ী সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এরমধ্যে দাবি আদায় না হলে দুপুর থেকে একযোগে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন তারা।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মুজাহিদুল ইসলাম।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আজও আমাদেরকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে। তারা আমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে তিনদিন সময় নিয়েছে। তবে আমাদের অন্য তিনটি দাবির বিষয়ে কোনো সুরাহা দেয়নি। কোন নির্দিষ্ট সময় বেঁধে দেয়নি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের অবস্থান কর্মসূচি থেকে সরে যাব না। আমরা রাতেও শহীদ মিনারে অবস্থান করব এবং আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করব। যদি এই সময়ের মধ্যে দাবি পূরণ না হয়, তাহলে আমরা আমরণ অনশনে যাব।
আরও পড়ুন