বিশ্ব ক্যান্সার দিবস ২০২৫ উপলক্ষে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠান
গত দুই বছরে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে ১ হাজার ৬শ’ ৭৯টি সফল অপারেশন সম্পন্ন হয়েছে। একই সময়ে ১ লাখ ৩৭ হাজার ৪শ’ ৬৯ জন রোগী চিকিৎসা গ্রহণ করেছেন। বিশ্ব ক্যান্সার দিবস ২০২৫ উপলক্ষে ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) হাসপাতালে দিনব্যাপী আয়োজনের মাধ্যমে ক্যান্সার সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। কর্মসূচির ২য় পর্বে ক্যান্সার চিকিৎসার বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রযুক্তির ব্যবহার নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম, ডা. পারভিন আখতার বানু, অধ্যাপক ডা. মো. এহতেশামুল হক, প্রফেসর ডা. মো. ইউসুফ আলী, ডা. এ. এফ. এম. কামাল উদ্দিন, অধ্যাপক ডা. আলমগীর কবির, অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবির, অধ্যাপক ডা. এম এ খান, অধ্যাপক ডা. সাবেরা খাতুন , ডা. আলী নাফিসা হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জনাব মো. মেশকাতুল মনোয়ার এবং অন্যান্য কনসালটেন্ট ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম বলেন, শিক্ষা ও খাদ্যের পাশাপাশি স্বাস্থ্যখাত একটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। ক্যান্সার চিকিৎসার ব্যয় অনেক সময় রোগীদের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তাই সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত, যাতে অসহায় ক্যান্সার রোগীরা উন্নত চিকিৎসা পেতে পারে। পাশাপাশি, সরকারকেও স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যাতে আধুনিক চিকিৎসার সুযোগ আরও সম্প্রসারিত হয়।
আলোচনায় অংশ নিয়ে চিকিৎসকরা বলেন, ডাক্তার এবং রোগীর মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে হবে, যাতে রোগীরা সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা পায়। একই সঙ্গে, চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির ঘাটতি দূর করতে হবে, যাতে দেশে উন্নতমানের চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হয়।
এছাড়াও অনুষ্ঠানে কিছু রোগী তাদের ব্যক্তিগত ক্যান্সার জার্নি শেয়ার করেন। যেখানে তারা ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে চিকিৎসা গ্রহণের অভিজ্ঞতা এবং চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন