Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


৩১০টি উপজেলার এনসিডি কর্নারে সেবার পরিধি বাড়ল

Main Image

উচ্চরক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে দেশের ৩১০টি উপজেলায় এনসিডি কর্নার উচ্চ রক্তচাপ নির্ণয়, চিকিৎসা ফলোআপ' সুবিধা উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা


উচ্চরক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর যৌথ উদ্যোগে দেশের ৩১০টি উপজেলায় এনসিডি কর্নার উচ্চ রক্তচাপ নির্ণয়, চিকিৎসা ফলোআপ' সুবিধা চালু করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করা হয়। 

 

এ উপলক্ষ্যে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) অধ্যাপক ডা: মো: সায়েদুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ডা. ফজিলা-তুন-নেসা মালিক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। 

 

প্রধান অতিথি তার বক্তব্যে উচ্চ রক্তচাপের মতো অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে নিয়মিত ওষুধ সেবন সম্পর্কে অবহিত করা সহ, সরকারীভাবে ওষুধ সরবরাহ করতে প্রয়োজনীয় ব্যবস্থার কথাও উল্লেখ করেন।
 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে অসংক্রামক রোগ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম চালানোর ওপর জোর দেন। সেই সাথে পরিবেশ দূষণ রোধ করার ওপর গুরুত্ব আরোপ করেন। বক্তব্য শেষে তিনি স্বাস্থ্য অধিদপ্তর ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনকে এই উদ্যোগের জন্য বিশেষ ধন্যবাদ প্রদান করেন। 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. সৈয়দ জাকির হোসেন। স্বাগত বক্তব্য দেন অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার-১ ডা. মো: নূরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ এর প্রোগ্রাম ডাইরেক্টর অধ্যাপক ডাঃ সোহেল রেজা চৌধুরী। 
 

অধ্যাপক ডাঃ সোহেল রেজা চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক সাহায্য সংস্থা 'রিজলভ টু সেইভ লাইভস'-এর সহায়তায় ২০১৮ সাল থেকে বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ চলমান রয়েছে। সিলেটের চারটি উপজেলায় পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে। National STEPS Survey for Non-communicable Diseases Risk Factors in Bangladesh 2018-এর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রায় ২৪.৬% (প্রতি ৪ জনে ১জন) মানুষের উচ্চ রক্তচাপ রয়েছে এবং এদের মধ্যে মাত্র ১১% রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু এই প্রকল্পের আওতায় ১৮২টি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নিবন্ধিত রোগীদের মধ্যে এই নিয়ন্ত্রণের হার ৫৫%। মোট নিবন্ধিত রোগী ৪ লাখ ৪৬ হাজার ৮০৮ জন। এই কার্যক্রমের মাধ্যমে ডায়াবেটিসের রোগীরাও সেবা গ্রহণ করছেন।
 

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা আরও জানান, বর্তমানে এই কার্যক্রমটি আরও ১২৮টি উপজেলায় সম্প্রসারিত হয়ে মোট ৩১০টি উপজেলায় প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে উচ্চরক্তচাপ নির্ণয়, চিকিৎসা এবং ফলোআপ সেবা এনসিডি কর্ণার থেকে প্রদান করা হবে। নিবন্ধিত রোগীদের সরকার হতে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ করা হয়। সেই সাথে প্রত্যন্ত অঞ্চলের রোগী, যাদের পক্ষে নিয়মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ওষুধ নেয়া সম্ভব নয়, তাদের জন্য কমিউনিটি ক্লিনিক থেকে ওষুধ প্রদানের উদ্যোগ নেয়া হচ্ছে।

আরও পড়ুন