Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করার দাবি ১০টি সংগঠনের

Main Image

বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করার দাবি ১০টি সংগঠনের


৪৭তম বিসিএস থেকেই চিকিৎসকদের বয়সসীমা পূর্বের ন্যায় দুই বছর বৃদ্ধিপূর্বক ৩৪ বছর করা এবং অবিলম্বে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার দাবি জানিয়েছে ১০টি সংগঠন। গতকাল শনিবার এবং আজ রোববার আলাদা আলাদা বিবৃতিতে এই দাবি জানিয়েছে সংগঠনগুলো। 

 

সংগঠনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা পূর্বের ন্যায় ২ বছর বৃদ্ধি পূর্বক ৩৪ বছর করার ব্যাপারে পুরো চিকিৎসক মহল একমত। চিকিৎসকদের সকল সংগঠন একমত। এই দাবির যৌক্তিকতার ব্যাপারে সচেতন মহল একমত। এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ও একমত। তাই এ ব্যাপারে সুস্পষ্ট প্রজ্ঞাপন জারিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কালক্ষেপণ করার কোন সুযোগ নেই। অনতিবিলম্বে এই দাবি মেনে না নিলে চিকিৎসক মহল কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। 
 

এই দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে বিবৃতি প্রদানকারী সংগঠনগুলো হচ্ছে-  চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশ (ইউমব), ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), জাতীয় নাগরিক কমিটি, ডক্টরস অয়েল ফেয়ার ট্রাস্ট, বাংলাদেশ মেডিকেল কমিউনিটি, প্লাটফরম ডক্টরস ফাউন্ডেশন, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস, চিকিৎসক ঐক্য পরিষদ এবং বাংলাদেশি ফরেন ডক্টরস অ্যাসোসিয়েশন।   

 

তাদের যুক্তি- ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনের প্রজ্ঞাপনে আবেদনকারীর বয়সসীমা ২১ থেকে ৩২ বছর উল্লেখ করা হয়, যা সকল আবেদনকারীর জন্য প্রযোজ্য। উল্লেখ্য যে, অন্যান্য বিসিএস আবেদনকারীর স্নাতক শেষ করতে যেখানে ন্যুনতম ৪ বছর সময় প্রয়োজন হয়, সেখানে একজন চিকিৎসকের এমবিবিএস/বিডিএস স্নাতক ও ইন্টার্নশিপ শেষ করতে ন্যুনতম ৭৮ মাস বা সাড়ে ৬ বছর লাগে। তাই পূর্ববর্তী সকল বিসিএস পরীক্ষায় যেখানে আবেদনকারীদের বয়সসীমা ৩০ বছর ছিল, সেখানে চিকিৎসকদের বয়সসীমা ৩২ বছর ছিল। কিন্তু সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে সবার ক্ষেত্রে বয়সসীমা ২ বছর বাড়িয়ে ৩২ বছর করা হলেও চিকিৎসকদের ক্ষেত্রে কোন বয়সসীমা বৃদ্ধি হয়নি। ফলে চিকিৎসকরা এই ক্ষেত্রে বৈষম্যের শিকা হচ্ছেন বলে সচেতন চিকিৎসক মহল মনে করেন।

 

তারা আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও চিকিৎসকদের বয়স বাড়ানোর দাবির সাথে একাত্মতা পোষণ করে। এরই প্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। এরপরও  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিকিৎসকদের বয়স বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না। ইতোমধ্যে গত ২৯ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএস এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নীতিনির্ধারণী পর্যায়ের সকল ব্যক্তিবর্গ চিকিৎসকদের বসয়সীমা বৃদ্ধির ব্যাপারে ইতিবাচক হওয়া সত্ত্বেও এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে কালক্ষেপন করা হচ্ছে। 

আরও পড়ুন