বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে ‘দীর্ঘমেয়াদী কিডনী রোগ’র চিকিৎসা নির্দেশিকা তৈরির ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর অধীনস্থ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের উদ্যোগে সভা অনুষ্ঠিত
বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে ‘দীর্ঘমেয়াদী কিডনী রোগের চিকিৎসা নির্দেশিকা তৈরির ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর অধীনস্থ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আয়োজিত সভায় দীর্ঘমেয়াদী কিডনি রোগের সাথে উচ্চ রক্তচাপ, ডায়বেটিস, স্ট্রোক এবং হৃদরোগের মতো অসংক্রামক রোগগুলোর সম্মিলিত খসড়া তৈরি সহ, বর্তমানে প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে এ সকল রোগের চিকিৎসা ও সার্বিক অবস্থা এবং এর প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এ সময় এমআইএস পরিচালক ডা. শাহ আলী আকবর আশরাফী, স্বাস্থ্যসেবা উন্নয়নে ‘ডিজিটালাইজেশন’ এর বর্তমান অবস্থা, প্রয়োজনীয় পদক্ষেপ এবং ভবিষ্যত পরিকল্পনার কথা উল্লেখ করেন।
উল্লেখ্য, বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় লবণাক্ত পানির প্রভাবে তৈরি অসংক্রামক রোগ এবং অন্যান্য স্বাস্থ্যঝুঁকি নিরসনের লক্ষ্যে পরিচালিত গবেষণায়, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী এবং ডিজিটালাইজেশন’ করতে এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তর এর সাথে কাজ করবে আইসিডিডিআরবির গবেষণা দল।
সভায় উপস্থিত ছিলেন- লাইন ডিরেক্টর (এনসিডিসি), ডিরেক্টর (এমআইএস), ডিরেক্টর (সিবিএইচসি) সহ নেফ্রোলজি, মেডিসিন, কার্ডিওলজি, এন্ডোক্রাইনোলজি, নিউরোলজি বিভাগের দেশবরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক এবং আইসিডিডিআরবি'র গবেষকদল।
প্রসঙ্গতঃ যুক্তরাজ্য সরকারের @National Institute of Health and Care Research (NIHR) এর অর্থায়নে পরিচালিত একটি গবেষণার অংশ হিসেবে এই কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন