Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ক্যান্সারের টিকা বিনামূল্যে বিতরণের ঘোষণা রাশিয়ার

Main Image

ক্যান্সার প্রতিরোধে রাশিয়ার তৈরি করা ভ্যাকসিন


ক্যান্সার প্রতিরোধে এমআরএনএ নামের একটি ভ্যাকসিন তৈরি করেছে রাশিয়া। ক্যান্সার রোগীদেরকে বিনামূল্যে এই ভ্যাকসিন বিতরণ করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের মহাপরিচালক আন্দ্রে কাপরিন।

 

রেডিও রসিয়ার সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, বেশ কয়েকটি গবেষণা কেন্দ্রের সহযোগিতায় এই টিকা তৈরি করা হয়েছে। ২০২৫ সালের শুরুর দিকে এটি সাধারণ রোগীদের মধ্যে বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 

এর আগে গামালেয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির পরিচালক আলেকজান্ডার গিন্সবার্গ গণমাধ্যম তাসকে জানান, টিকার প্রি-ক্লিনিকাল পরীক্ষায় দেখা গেছে যে, এটি টিউমারের বৃদ্ধি এবং সম্ভাব্য মেটাস্টেসিসকে দমন করে।

 

এই উদ্যোগ ক্যান্সার প্রতিরোধে বিশ্বব্যাপী গবেষণা ও চিকিৎসায় একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন