Ad
Advertisement
Doctor TV

রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫


ব্রাজিলে প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন

Main Image

ছবিঃ সংগৃহীত


ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রণ সংস্থা আনভিসা বুধবার দেশটির প্রথম এক ডোজের ডেঙ্গু টিকাকে অনুমোদন দিয়েছে। বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে মশাবাহিত রোগের প্রকোপ বাড়তে থাকা পরিস্থিতিতে এই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

 

সাও পাওলোর বুটানটান ইনস্টিটিউট তৈরি করেছে ‘বুটানটান-ডিভি’ নামে এই টিকা। এটি ১২ থেকে ৫৯ বছর বয়সীদের ব্যবহারের জন্য অনুমোদিত। এর আগে বিশ্বব্যাপী শুধুমাত্র ‘টিএকে-০০৩’ নামের ডেঙ্গু টিকা ব্যবহৃত হতো, যা দুই ডোজে প্রয়োগ করতে হয়, যার ব্যবধান তিন মাস। নতুন ব্রাজিলীয় টিকার সুবিধা হলো, একবারের ডোজেই কার্যকর, ফলে টিকাদান প্রক্রিয়া সহজ ও দ্রুত সম্পন্ন হবে।

 

বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কাল্লাস সংবাদ সম্মেলনে বলেন, “ব্রাজিলের বিজ্ঞান ও জনস্বাস্থ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যে রোগ আমাদের দীর্ঘ সময় ধরে ক্ষতিগ্রস্ত করছে, এখন আমরা একটি শক্তিশালী প্রতিরোধী হাতিয়ার পাচ্ছি।”

 

টিকা তৈরির জন্য ব্রাজিলে আট বছরের গবেষণা এবং ১৬ হাজারেরও বেশি স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা চালানো হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, গুরুতর ডেঙ্গু প্রতিরোধে এর কার্যকারিতা ৯১.৬ শতাংশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বজুড়ে ডেঙ্গু সংক্রমণ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। গবেষকরা জলবায়ু পরিবর্তনকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন। ২০২৪ সালে ১ কোটি ৪৬ লাখেরও বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১২ হাজার মৃত্যু হয়েছে, যার অর্ধেকই ব্রাজিলে ঘটেছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়েছে, বিশ্বজুড়ে ২০২৪ সালের ডেঙ্গু সংক্রমণের ১৯ শতাংশ বৈশ্বিক উষ্ণতার সঙ্গে যুক্ত।

 

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্ডার পাদিলহা জানিয়েছেন, টিকা উৎপাদনের জন্য চীনের ‘উশি বায়োলজিক্স’-এর সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় ৩ কোটি ডোজ টিকা সরবরাহ করা হবে।

 

সূত্র: এএফপি

আরও পড়ুন