জনপ্রশাসন মন্ত্রণালয়ে জাতীয় নাগরিক কমিটির চিঠি
বিসিএস এ চিকিৎসকদের বয়স বাড়িয়ে ৩৪ এ উন্নীত করার দাবি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর চিঠি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রোববার (১৫ ডিসেম্বর) কমিটির দেয়া চিঠিটি গ্রহণ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। চিঠিতে জাতীয় নাগরিক কমিটির পক্ষে স্বাক্ষর করেছেন চিফ অর্গানাইজার সারজিস আলম ও আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। চিকিৎসক সমাজের পক্ষে চিঠিতে স্বাক্ষর করেছেন ডা. আব্দুল আহাদ।
চিঠিতে বলা হয়েছে, গত ২৮ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্মকমিশন থেকে ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। যাতে আবেদনকারীর বয়সসীমা ২১ থেকে ৩২ বছর উল্লেখ করা হয়। যা সকল আবেদনকারীর ক্ষেত্রেই প্রযোজ্য। বয়সসীমার ক্ষেত্রে চিকিৎসকদের বিষয়টি ভিন্ন হওয়া প্রয়োজন। উল্লেখ্য যে, অন্যান্য বিসিএস আবেদনকারীর স্নাতক শেষে করতে যেখানে ন্যুনতম ৪ বছর প্রয়োজন হয়, সেখানে চিকিৎসকদের এমবিবিএস/বিডিএস স্নাতক ও ইন্টার্নশিপ শেষ করতে ন্যুনতম ৭৮ মাস বা সাড়ে ৬ বছর লাগে। তাই পূর্ববর্তী সকল সাধারণ বিসিএস পরীক্ষায় যেখানে ৩০ বছর ছিল, সেখানে চিকিৎসকদের বয়সসীমা ৩২ বছর ছিল।
সর্বশেষে প্রকাশিত প্রজ্ঞাপনে সবার ক্ষেত্রে বয়সসীমা ২ বছর বৃদ্ধি করে ৩২ বছর করা হলেও চিকিৎসকদের ক্ষেত্রে কোন বয়সসীমা বাড়ানোর হয়নি। ফলে চিকিৎসকরা এই ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বলে সচেতন চিকিৎসকমহল মনে করেন।
অতএ সার্বিক বিবেনায়, বৈষম্যাহীনতা, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার প্রত্যয়ে চিকিৎসকদের বয়সসীমা সবার মতোই ২ বছর বৃদ্ধিপূর্বক ৩২ বছরের পরিবর্তে ৩৪ বছরে করা প্রয়োজন, যা যৌক্তিক।
আরও পড়ুন