Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়াতে অর্থ মন্ত্রণালয়ে নাগরিক কমিটির চিঠি

Main Image

অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিল জাতীয় নাগরিক কমিটি


বেসরকারি পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রোববার (১৫ ডিসেম্বর) কমিটির পক্ষ থেকে এই চিঠি অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে হস্তান্তর করা হয়। চিঠিতে জাতীয় নাগরিক কমিটির পক্ষে স্বাক্ষর করেছেন চিফ অর্গানাইজার সারজিস আলম ও আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। চিকিৎসক সমাজের পক্ষে চিঠিতে স্বাক্ষর করেছেন ডা. আব্দুল আহাদ। 

 

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় দুটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান বিএসএমএমইউ এবং বিসিপিএস এর অধীনে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির জন্য বিভিন্ন বিষয়ে পোস্ট গ্রাজুয়েট কোর্স চালু রয়েছে। উপরোক্ত পোস্ট গ্রাজুয়েট কোর্সগুলোতে যারা সরকারি চাকুরিরত চিকিৎসক আছেন, তারা সরকারি গ্রেড অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা পেয়ে থাকেন। 

 

তবে যারা বেসরকারি চিকিৎসক তাদেরকে সরকারের পক্ষ থেকে পারিতোষিক দেয়া হয়।

 

বেসরকারি চিকিৎসকদের এই ভাতা যখন শুরু করা হয়, তখন তা ছিল মাত্র ১০ হাজার টাকা। চিকিৎসকদের বিভিন্ন সময়ের দাবির প্রেক্ষিতে এবং সরকারের সদিচ্ছায় ভাতা কয়েকধাপে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে তাদের মাসিক পারিতোষিক ২৫ হাজার টাকা প্রদান করা হচ্ছে। দেশের বর্তমান মুদ্রাস্ফীতি ৯ শতাংশের উপরে, সেখানে একজন ট্রেইনি/রেসিডেন্ট চিকিৎসক কিভাবে ২৫ হাজার টাকায় নিজের পরিবারের ভরণপোষণ করে নিজেকে একজন দক্ষ চিকিৎসকে পরিণত করতে মনোনিবেশ করবে, তা আসলেই প্রশ্নবিদ্ধ। অর্থসংকটে যেমন বাড়ছে তাদের মানসিক চাপ, সাথে কমছে পাশের হার। যা একজন দক্ষ চিকিৎসক হওয়ার পথে পাহাড়সম অন্তরায়। 

 

প্রশিক্ষণরত চিকিৎসক মহলের এই যৌক্তিক দাবিকে বিবেচনায় নিয়ে বিএসএমএমইউ এবং বিসিপিএস থেধকে ইতোমধ্যে পারিতোষিক বৃদ্ধি করে তা বিসিএস নবম গ্রেড তথা মেডিকেল অফিসার সমমানের বেতন কাঠামো নির্ধারণ করার ব্যাপারে পৃথকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন প্রেরণ করেন। 

 

উপরোক্ত আবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় আমলে নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রেরণ করেন। 

 

পোস্টগ্রাজুয়েশনে প্রশিক্ষণরত বেসরকারি চিকিৎসকদের পারিতোষিক বৃদ্ধির এই যৌক্তিক বিষয়টি সমাধান করা অতীব জরুরি বলে উল্লেখ করা হয়েছে জাতীয় নাগরিক কমিটির চিঠিতে। 

আরও পড়ুন