হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের প্রকাশিত বই ‘হৃদরোগ প্রতিরোধে সহায়ক পুস্তিকা’ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের প্রকাশিত বই ‘হৃদরোগ প্রতিরোধে সহায়ক পুস্তিকা’ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে উত্তরের জেলা বগুড়ায়। শুক্রবার (১৩ ডিসেম্বর) শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল প্রাঙ্গণে বই বিতরণ ও ফ্রি হৃদরোগ চিকিৎসার ক্যম্পের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একেএম মাহবুবর রহমান, মো. হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদারসহ অনেকে।
বইটিতে হৃদরোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণ রোগীদের মধ্যে বিতরণের উদ্দেশ্যে অনুষ্ঠানে উপস্থিত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদের হাতে এ বই তুলে দেওয়া হয়।
এ সময় বিনামূল্যে চিকিৎসা দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের কয়েকজন চিকিৎসক।
আরও পড়ুন