Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


শজিমেকে বেসরকারি চিকিৎসকদের স্নাতকোত্তর প্রশিক্ষণের আবেদন আহ্বান

Main Image

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল


বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৬ মাস মেয়াদী চিকিৎসাশাস্ত্রের বিভিন্ন বিষয়ে বেসরকারি চিকিৎসকদের অবৈতনিক স্নাতকোত্তর প্রশিক্ষণ কোর্সের জন্য আবেদনের আহ্বান হয়েছে। বুধবার (২০ নভেম্বর) হাসপাতালটির পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আগামী ১ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত ছয় মাসের জন্য চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন বিষয়ে এমবিবিএস পাশকৃত বেসরকারি চিকিৎসকবৃন্দের অবৈতনিক স্নাতকোত্তর প্রশিক্ষণে মনোনয়নের জন্য বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল থেকে স্থায়ী বা অস্থায়ী রেজিষ্ট্রেশন প্রাপ্ত চিকিৎসকবৃন্দের নিকট থেকে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে আবেদন পত্র আহবান করা যাচ্ছে। আবেদন ফরম নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয় থেকে ৫০ টাকা মূল্যের বিনিময়ে (অফেরত যোগ্য) সংগ্রহ পূর্বক আগামী ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নিম্ন স্বাক্ষরকারীর (পরিচালক) কার্যালয়ে (সংশ্লিষ্ট শাখায়) জমা দিতে হবে।

 

১। আবেদন পত্রের সাথে এসএসসি সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, ইন্টার্নশিপ প্রশিক্ষণ সমাপ্তির সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, এমবিবিএস পাশের মূল সনদ পত্রের সত্যায়িত ফটোকপি, বিএমডিসির মূল রেজিষ্টেশনের (স্থায়ী বা অস্থায়ী) সত্যায়িত ফটোকপি, অন্য কোন প্রতিষ্ঠানে কর্মরত থাকলে সেই প্রতিষ্ঠান প্রধানের অনুমতিপত্র, দুই কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি এবং পরিচালক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া এর অনুকূলে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (ফেরত যোগ্য) সংযুক্ত করতে হবে।

 

২। আবেদন পত্র অসম্পূর্ণ থাকলে, সংযোজিত সার্টিফিকেটের কপি পরিবর্তন বা বিকৃত করা হয়েছে প্রমাণিত হলে আবেদন পত্র বা প্রশিক্ষণের অনুমোদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

 

৩। প্রশিক্ষণ সার্বক্ষণিক হবে। প্রশিক্ষণ চলাকালীন সময়ে প্রশিক্ষণার্থীগণ কোন রোগীকে ইনজুরী সার্টিফিকেট এবং ডিসচার্জ সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না।

 

৪। প্রতি ইউনিটে একসাথে চারজনের বেশি প্রশিক্ষণার্থী মনোনয়ন দেওয়া হবে না। কোন বিশেষ কারণে চারজনের অতিরিক্ত মনোনয়ন দেওয়ার বিষয়টি কর্তৃপক্ষের এখতিয়ার যুক্ত থাকবে।

 

৫। যে সকল বেসরকারি চিকিৎসকবৃন্দ বর্তমানে প্রশিক্ষণে নিয়োজিত আছেন তাদের মধ্যে যদি কেউ পরবর্তী ছয় মাসের জন্য প্রশিক্ষণ গ্রহণের অগ্রাহী থাকেন তাদেরকে পূনরায় সংশ্লিষ্ট বিভাগ বা ইউনিট প্রধানের সুপারিশসহ নির্ধারিত ফরমে নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন দাখিল করতে হবে। উল্লেখ, একসাথে কোন প্রশিক্ষণার্থী দুই বৎসরের অধিক প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন না।

 

৬। প্রশিক্ষণগ্রহণকালীন সময়ে অন্য কোথাও চাকুরি করতে পারবেন না। সরকারী বা বেসরকারী সংস্থায় চাকুরি করেন না এই মর্মে অঙ্গীকারনামা বা প্রত্যয়ন পর আবেদন পরের সহিত দাখিল করতে হবে। সরকারী বা বেসরকারী সংস্থায় চাকুরি করেন প্রমাণিত হলে প্রশিক্ষণের অনুমোদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।

 

৭। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের সংশ্লিষ্ট প্রশিক্ষণীয় ডিপার্টমেন্ট ছাড়াও অন্যান্য ডিপার্টমেন্টে রোস্টার কর্তব্যে নিয়োগ করা হবে যাহা অবশ্য পালনীয়। কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে নির্ধারিত প্রশিক্ষণে কর্তব্য কাজে অনুপস্থিত থাকলে প্রতিদিনের জন্য তিন টাকা জরিমানা করা হবে।

 

৮। প্রশিক্ষনার্থী যে বিভাগে প্রশিক্ষণ গ্রহণ করতে ইচ্ছুক, সে বিভাগের বিভাগীয় প্রধান বা ইউনিট প্রধানের সুপারিশসহ আবেদন পত্র দাখিল করতে হবে।

 

৯। প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান বা ইউনিট প্রধানরা প্রশিক্ষণার্থীদের সন্তোষজনক প্রশিক্ষণের সনদপত্র প্রদান করবেন এবং অত্র হাসপাতালের পরিচালক উক্ত সনদপত্রে প্রতিস্বাক্ষর করবেন। প্রশিক্ষণার্থীগণ অত্র হাসপাতাল কর্তৃপক্ষের বৈধ সকল আদেশ মেনে চলতে বাধ্য থাকবেন। আদেশ ভঙ্গ করলে বা শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে বা উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করলে কর্তৃপক্ষ যে কোন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ বাতিলের সকল অধিকার সংরক্ষণ করে।

 

১০। প্রশিক্ষণ সমাপ্তির ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট শাখা থেকে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার উত্তোলন করতে হবে (আবেদনের প্রেক্ষিতে)। অন্যথায় পরবর্তীতে কোন দাবী-দাওয়া করা যাবে।

 

১১। আগামী ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখ সোমবার বেলা ১১টার সময় এই হাসপাতালের পরিচালকের অফিস কক্ষে এক সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের সময় প্রার্থীদেরকে এক নং অনুচ্ছেদে বর্ণিত সনদ পত্রের মূলকপি সঙ্গে আনতে হবে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ বেলা ১২টার সময় অত্র হাসপাতালের নোটিশ বোর্ডে ফলাফল ঘোষণা করা হবে। সাক্ষাৎকারের জন্য কোন কার্ড ইস্যু করা হবে না। উক্ত সাক্ষাৎকারের জন্য কোন যাতায়াত ভাতা বা দৈনিক ভাতা দেওয়া হবে না। মনোনীত চিকিৎসকরা নিজ দায়িত্বে খাবার ও আবাসনের ব্যবস্থা করবেন। এ বিষয়ে কর্তৃপক্ষের নিকট কোন ধরনের অনুরোধ অগ্রহণযোগ্য।

আরও পড়ুন