Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫


স্বাস্থ্য প্রশাসন থেকে ফ্যাসিস্টের দোসরদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান ড্যাবের

Main Image

রোববার (২০ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) এর বিক্ষোভ সমাবেশ


স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য নিয়োগপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফসহ অধিকাংশ স্বাস্থ্য প্রশাসককে ফ্যাসিস্ট সরকারের দোসর আখ্যা দিয়ে তাদেরকে অবিলম্বে পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ড্যাব) এর নেতারা। রোববার (২০ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশে তারা এই আহ্বান জানান। অভিযুক্তদের ব্যাপারে ড্যাব আপোষ করবে না বলে সমাবেশে সাফ জানানো হয়।

 

ড্যাব নেতারা অভিযোগ করে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. রোবেদ আমীনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পুনর্বাসন চেষ্টা চলছে। সম্প্রতি চারজন চিকিৎসককে প্রত্যন্ত অঞ্চলে বদলির আদেশ বাতিলের দাবি জানায় ড্যাব। তারা হলেন, ডা. শাহ আলী আকবর আশরাফী, ডা. মো. আব্দুল ওয়াদুদ, ডা. মো. ফারুক হোসে ও ডা. মাহবুব আরেফীন রেজানুর।

 

অবিলম্বে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে ড্যাবের চিকিৎসকরা বলেন, তারা চান সরকারের শুভবুদ্ধির উদয় হোক। অন্যথায় আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টাসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অপসারণ করা হবে। আওয়ামী লীগ সরকারের সময় মদদপুষ্ট কোনো চিকিৎসককে সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া হবে না।

 

অন্তর্বর্তী সরকারের সদস্যরা শপথ ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) ডা. খায়রুল ইসলাম৷ তিনি বলেন, ‘চিকিৎসকরা স্বাস্থ্য খাতের গুরুত্বপূর্ণ অংশীজন। আর চিকিৎসকদের মধ্যে গুরুত্বপূর্ণ সংগঠন ড্যাব৷ তাদের বাদ দিয়ে আপনারা কার্যক্রম চালাতে পারবেন না।

 

ড্যাব নেতা ডা. মেহেদী হাসান বলেন, বিতর্কিত নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য খাতকে অস্থির করা হচ্ছে। আজকের এই স্বাধীনতার জন্য ড্যাবের সকল সদস্যের ভূমিকা রয়েছে।

সমাবেশে ড্যাবের কেন্দ্রীয় কমিটি ও ডিজি শাখাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদেরও দেখা গেছে।

 

অভিযোগ অস্বীকার স্বাস্থ্য পরিচালকের

এদিকে, দুপুর দুইটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরে আসেন ডা. এবিএম আবু হানিফ। তবে আন্দোলন পরিস্থিতির কারণে কার্যালয়ে না ঢুকে আবার ফিরে যান এ স্বাস্থ্য প্রশাসক।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা সঠিক অভিযোগ না। আমরা যেসব কর্মস্থলে কাজ করে এসেছি, সেগুলোতে খোঁজ নিলে আপনারা বঝুতে পারবেন। প্রশাসনের চেয়ারগুলোতে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে আমাদের কাজ করতে হয়। এগুলো এখন রেফার হিসেবে বিবেচনা করা মনে হয়, সঠিক কাজ না। আমরা যে চেতনায় বিশ্বাস করি, এর সঙ্গে এসব অভিযোগ যায় না।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে পদে আমাকে পদায়ন করা হয়েছে, সে পদে এক মাস ধরে দায়িত্ব পালন করছি। আমি সবার কাছ থেকে সহযোগিতাই পেয়েছি। কোনো অসহযোগিতা পাইনি। সুতরাং এখানে কাউকে আমি আলাদা করতে রাজি না। উনারা (ড্যাব) উনাদের অবস্থান থেকে কথা বলেছেন। আশা করি, উনাদের অবস্থানও পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ।

 

এ সময় জটিলতা লাঘবে সবার সহনশীলতা প্রত্যাশা করেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। বলেন, আশা করি ভুল বোঝাবুঝি কেটে যাবে, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

আরও পড়ুন