Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫


স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন বন্ধসহ ৭ দাবিতে ড্যাবের সংবাদ সম্মেলন

Main Image

পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন এবং চিকিৎসক কর্মকর্তাদের প্রতি বৈষম্য ও হয়রানির প্রতিবাদসহ ৭ দফা দাবিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সংবাদ সম্মেলন


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরে স্থবিরতা ও ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী পতিত স্বৈরাচারের দোসরদের পুনর্বাসন এবং চিকিৎসক কর্মকর্তাদের প্রতি বৈষম্য ও হয়রানির প্রতিবাদসহ ৭ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ডা. মো. আব্দুস সালাম। 

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. রোবেদ আমিনসহ অন্যান্য সুবিধাপ্রাপ্ত ও ফ্যাসিবাদের দোসরদের স্বাস্থ্য অধিদপ্তর ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দেয়া নিয়োগ আদেশ বাতিল করতে হবে। বিএসএমএমইউসহ সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের যেসব চিকিৎসক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতাকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছে, তাদের তালিকা করে বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। শান্তি সমাবেশে যোগদানকারী ও ফ্যাসিবাদের দোসর সকল চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারিদের পদ থেকে অব্যাহতি দিতে হবে। সেইসাথে তাদের বিরুদ্ধে আ্ইনী প্রক্রিয়া গ্রহণ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

 

তিনি আরও বলেন, অতিদ্রুত বৈষম্যের শিকার সকল চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারিদের ভূতাপেক্ষভাবে পদোন্নতি দিয়ে বৈষম্য দূর করতে হবে। বর্তমানে পদোন্নতির যোগ্য প্রত্যেককেই দ্রুততার সাথে পদোন্নতির ব্যবস্থা করতে হবে। তাহলেই বঞ্চিত, দক্ষ, যোগ্য কর্মকর্তাদের পদায়ন করে স্বাস্থ্য প্রশাসন ঢেলে সাজানো সম্ভব হবে। মেডিকেলসহ প্রতিটি হাসপাতাল দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এ সকল প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত করতে যোগ্য ও বৈষম্যের শিকার চিকিৎসক ও শিক্ষকদের যথোপযুক্ত পদে পদায়িত করতে হবে। বিগত দীর্ঘ ১৬ বছরে স্বাস্থ্যখাতে যত দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। 

 

ডা. মো. আব্দুস সালাম বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইনস্টিটিউট ও নার্সিং কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অতিদ্রুত স্বৈরাচারের দোসরদের সরিয়ে বৈষম্যের শিকার চিকিৎসকদের পদায়ন করতে হবে। প্রতিবাদকারী চিকিৎসকদের হয়রানীমূলক বদলির আদেশ বাতিল করতে হবে। ভবিষ্যতে বৈষম্যের শিকার চিকিৎসকদের কোনভাবেই হয়রানিমূলক বদলি না করার জোর দাবি জানান তিনি। 

 

এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য ব্যবস্থার ও চিকিৎসা সেবার গুণগতমান উন্নয়ন ও স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালী করতে গঠিত বিশেষজ্ঞ প্যানেল কমিটি অতি দ্রুত বাতিল করে ছাত্র-জনতার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশকারী চিকিৎসক সমাজের প্রতিনিধিত্ব রেখে কমিটি পুর্নগঠনের দাবি জানানো হয়েছে ড্যাবের সংবাদ সম্মেলনে।   

আরও পড়ুন