Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


স্বাস্থ্য অধিদপ্তরকে ধন্যবাদ জানাল বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন

Main Image

বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন


এডহক ও প্রকল্পভুক্ত চিকিৎসকদের পদায়ন বাতিল করায় স্বাস্থ্য অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। রোববার (১১ আগস্ট) সংগঠনের আহ্বায়ক ডা. নেয়ামত হোসেন ও সদস্য সচিব উম্মে তানিয়া নাসরিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরকে ধন্যবাদ জানানো হয়।

 

উল্লেখ্য, একইদিন রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্বাস্থ্য খাতে সিনিয়র স্কেল ক্যাডার (৬ষ্ঠ গ্রেড) পদে বিভিন্ন সময়ে পদায়িত এডহক ও প্রকল্পভুক্ত চিকিৎসকদের পদায়ন বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। একইসাথে বিধি মোতাবেক ক্যাডার কর্মকর্তাদের পদায়নের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি।


বিজ্ঞপ্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতারা বলেন, এই আদেশের মাধ্যমে স্বাস্থ্যখাতে দীর্ঘদিনের চলমান অনিয়মসমূহ সংস্কারের প্রথম ধাপের সূচনা করলো স্বাস্থ্য অধিদপ্তর। এ জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে ধন্যবাদ জানাচ্ছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। 

 

আরও পড়ুনঃ >> ইউএইচএফপিওসহ ৬ষ্ঠ গ্রেডের পদগুলোতে স্বাস্থ্য ক্যাডার থেকে নিয়োগ দেয়ার আদেশ

আরও পড়ুন