সড়ক দুর্ঘটনায় আহত ঢাকা ডেন্টাল কলেজের দুই শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে গেলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল
সড়ক দুর্ঘটনায় আহত ঢাকা ডেন্টাল কলেজের দুই শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে গেলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল। আহত দুজনের সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ-খবর ও তত্ত্বাবধান করছেন তিনি।
সোমবার (২৫ মার্চ) ভোরে ঢাকা ক্যান্টনমেন্ট সড়কে দুর্ঘটনার শিকার হয় ডি-৫৭ ও ডি-৫৬ ব্যাচের দুই জন মেধাবী ছাত্র। দুঃস্থদের মাঝে সেহরি বিতরণ শেষে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
এরপর তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেয়া হয়। পরবর্তীতে তাদেরকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এ স্থানান্তর করা হয়। সবাই এখন শঙ্কা মুক্ত।
শিক্ষার্থীদের দুর্ঘটনার খবর শুনেই তাদেরকে দেখতে হাসপাতালে ছুটে যান অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির বুলবুল।
আরও পড়ুন