Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


দেশের ৫০ লাখ মানুষের মেরুদণ্ডে সমস্যা: বিএসএমএমইউ ভিসি 

Main Image

বিশ্ব স্পাইন দিবস উপলক্ষে  বিএসএমএমইউয়ে আয়োজিত র‌্যালিপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ


বাংলাদেশের ৫০ লাখ লোক কোন না কোন মেরুদণ্ডের সমস্যা ভুগছেন। প্রতি বছর বাংলাদেশে প্রায় বিশ হাজার স্পাইনজনিত সমস্যার কারণে অপারেশন করতে হয়। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রতি বছর ১ হাজার স্পাইনের অপারেশন হয়ে থাকে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ব স্পাইন দিবস উপলক্ষে  বিএসএমএমইউয়ে আয়োজিত অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ উপরোক্ত কথা বলেন। 

‘মুভ ইউর স্পাইন’ প্রতিপাদ্যে সচেতনমূলক র‌্যালি ও বৈজ্ঞানিক আলোচনা সভার আয়োজন করে সোসাইটি অব নিউরোস্পাইন বাংলাদেশ। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে শেখ রাসেল ফোয়ারা থেকে শুরু করে বটতলা, এ-ব্লক, টিএসসি, বর্হিবিভাগ-১, ২ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদ হয়ে সি ব্লকে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন, নিউরো সার্জারি বিভাগের শিক্ষক ও বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্সের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, টেকনোলোজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপকা ডা. আখলাক হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ডা. মোঃ ফারুক হোসেন, নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন, নিউরোস্পাইন সোসাইটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মোঃ রফিকুল ইসলাম প্রমুখসহ নিউরো সার্জারি বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্সরা উপস্থিত ছিলেন।

বিএসএমএমইউ ভিসি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা, চিকিৎসার জন্য বাংলাদেশের কোন রোগী যাতে বিদেশে না যায়। সেই লক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কাজ করছে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েই সর্বাধুনিক চিকিৎসা প্রদান করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, মেরুদণ্ড আমাদের অমূল্য সম্পদ, মেরুদণ্ডের যত্ন নিন। মেরুদণ্ড আছে বলেই সোজা হয়ে দাঁড়াতে পারি, মেরুদণ্ড আছে বলেই আমরা হাঁটতে পারি। বাংলাদেশের ৫ লাখ মানুষ গুরুত্বর মেরুদণ্ডের রোগে ভুগছেন বলে জানান তিনি। 

আরও পড়ুন