Ad
Advertisement
Doctor TV

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫


হার্টের ব্লক খুলে দেয়ার কার্যকরী চিকিৎসা প্রাইমারি পিসিআই

Main Image

হার্টের ব্লক খুলে দেয়ার কার্যকরী চিকিৎসা প্রাইমারি পিসিআই (ইনসেটে লেখক)


#Primary_PCI
"মিনিটস্ মিনস্ মাসল।"
কার্ডিওলজিতে খুবই পরিচিত আর পপুলার শব্দ।

হার্ট এটাকের কারণে রক্তনালি বন্ধ হয়ে যাওয়ায় হার্টের মাসলগুলো অক্সিজেন না পেয়ে মরে যায়, ফলে হার্টের ফাংশন কমে যায়। হার্ট ফেইলর হয়, প্রেশার কমে যায়। অনেক রোগী মারা যায়।

তাই হার্ট এটাকের পর প্রথম কাজ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ হয়ে যাওয়া রক্তনালি খুলে দেয়া। যত দেরি তত ক্ষতি। এই সময়ে প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ। তাই বলা হয় মিনিটস্ মিনস্ মাসল।

এখন বাংলাদেশে এই অত্যাধুনিক চিকিৎসার সবচেয়ে বড় বাঁধা- রোগীরা হার্ট এটাকের পরে এটাকে গ্যাস্ট্রিক মনে করে পাড়ার দোকান থেকে গ্যাস্ট্রিকের ঔষধ খায়, সিরাপ খায়, শরবত খায়। ঔদিকে মিনিট গড়িয়ে ঘন্টা যায়। মাসলের বারোটা বেজে যায়। আছে রোগীদের আর্থিক সমস্যা। সব জায়গায় আবার ক্যাথল্যাব ফ্যাসিলিটিও নাই।

অন্যদিকে অনেকেই হাসপাতালে সঠিক সময়ে গেলেও দেখা যায় কনসালটেন্ট আসতে আসতে বেলা বয়ে যায়। এত সব কিছুর পর যারা সঠিক সময়ে হার্টের ব্লক খুলে দেয়ার সবচেয়ে কার্যকরী চিকিৎসা প্রাইমারি পিসিআই গ্রহণের সুযোগ পান আমার দৃষ্টিতে এদেশে তারা সৌভাগ্যবান।

গতকাল চেম্বার করছিলাম । হঠাৎ চমেকের এক ছোটভাইয়ের মেসেজ Can you receive my call?
তাকে সাথে সাথে ব্যাক করলাম। সে জানালো তার দুলাভাইয়ের বুকে ব্যথা ইসিজিতে হার্ট এটাক মনে হচ্ছে। আমি বললাম আমাকে ইসিজি হোয়াটস্ করো।
ইসিজি দেখে বললাম হার্ট এটাক। সবচেয়ে ভালো প্রাইমারি পিসিআই, মানে এখনই এনজিওগ্রাম করে ব্লক থাকলে ব্লক খুলে দেয়া।
সে বললো আপনি যা ভালো মনে করেন। সিএসসিআর ক্যাথল্যাব কে জানালাম আমিও রওনা দিলাম। রাত ১ টায় শুরু করে ৩০ মিনিটের মধ্যে আমরা সুন্দরভাবে ১০০% বন্ধ হওয়া রক্তনালী খুলে দিলাম। সুন্দরভাবে কাজ শেষ করলাম, আলহামদুলিল্লাহ।
কালকের কেসে আমি নতুন কিছু কাজ করেছি যেগুলো আমি দেশে আগে জানতাম না, পরে ফর্টিসে গিয়ে শিখেছি। এই জিনিসগুলো ছোটখাট কিন্তু করতে পারলে দিনশেষে ভালো রেজাল্ট।
রোগীর আজকের ইসিজি দেখে বুঝার উপায় নাই যে কালকে উনার হার্ট এটাক হয়েছিল। রোগীর কোন ব্যথা নাই। হার্টের ফাংশন ভালো।
এই যে কানেক্টিভিটি, আজকের দিনে এটা খুব গুরুত্বপূর্ণ। মিনিট সেইভ হয়। মিনিট সেইভ হওয়া মানে মাসল সেইভ হওয়া। প্রাইমারী পিসিআই করতে আমরা সব সময় আছি। হোক সুবহে সাদিক, হোক ভাত ঘুমের দুপুর কিংবা ঘুটঘুটে অন্ধকারের মধ্যরাত।
একটা সাকসেসফুল প্রসিডিওরের পর রোগীর কষ্ট দূর হতে দেখা, স্বজনদের উৎকন্ঠার ভাঁজহীন কপাল দেখার আলাদা একটা শান্তি আছে।

লেখকঃ

Fellow Interventional Cardiology at Fellow Interventional Cardiology, Fortis Escorts Heart Institute, New Delhi

Consultant Cardiologist at Cardiologist, MD-Cardiology

আরও পড়ুন