Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স সংক্রান্ত নির্দেশনায় যা বলা আছে

Main Image

স্বাস্থ্য অধিদপ্তর


সুনির্দিষ্ট বিধিমালা মেনে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান তথা ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের লাইসেন্স নবায়ন কিংবা নতুন লাইসেন্স তৈরি করতে পারেন মালিকপক্ষ। ২০১৭ সালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নিয়ম-নীতি উল্লেখ করা হয়েছে। 

ওই বছর ৫ সেপ্টেম্বর অধিদপ্তরের দেয়া সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মর্মে সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের মালিক ও নতুন আবেদনকারীদের অবহিত করা যাচ্ছে যে,  

(ক) এখন থেকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক যেখানে অপারেশনের সুবিধা আছে, ঐসব প্রতিষ্ঠানকে লাইসেন্স নবায়নের সময় কিংবা নতুন লাইসেন্সের জন্য আবেদনের সময় অবশ্যই নারকোটিক লাইসেন্সের কপি জমা দিতে হবে। 

(খ) বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের নতুন লাইসেন্স কিংবা নবায়নের আবেদনপত্র সরাসরি পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এর দপ্তরে জমা দিয়ে রিসিভ সংগ্রহ করতে হবে। জমা দেয়ার তারিখ থেকে ৯০ দিনের মধ্যে নতুন লাইসেন্স ইস্যু কিংবা নবায়ন না হলে সরাসরি পরিচালকের সাথে যোগাযোগ করা যাবে। নতুন লাইসেন্সের ফরম ও আবেদন ফরম উপ-পরিচালক (হাসপাতাল-২) এর দপ্তর থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে।  

(গ) বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের নতুন লাইসেন্স ইস্যু ও নবায়ন করবে স্বাস্থ্য অধিদপ্তর। 

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অনুমোদনের পর নতুন লাইসেন্স অনুমোদন করবে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ)।  

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের লাইসেন্স নবায়ন হবে অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এর দপ্তর থেকে। বিভাগীয় পরিচালক কিংবা সিভিল সার্জনের দপ্তর থেকে এসব লাইসেন্স নবায়ন হবে না। 

উপরোক্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ও হসপিটাল সার্ভিসেস এর লাইন ডাইরেক্টর ডা. কাজী জাহাঙ্গীর হোসেন পিএইচডি।  

আরও পড়ুন