Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


২৫ বেডের ওয়ার্ডে রোগী ভর্তি ৬৫ জন

Main Image

সার্জারী ওয়ার্ডে বরাদ্দকৃত বেড সংখ্যা ২৫ কিন্তু রোগী রোগী ভর্তি আছে ৬৫ জন!


ধরুন আপনি একজন রোবট ডাক্তার-

আপনাকে দায়িত্ব দেয়া হলো- ভর্তি ৬৫ জন রোগীকে রাউন্ডে দেখতে হবে।
কম্পিউটারের মাধ্যমে কমান্ড দেয়া হলো প্রতি রোগীর সাথে ৪ মিনিট কথা বলবেন/এক্সামিন করবেন।

তাহলে আপনার সময় লাগবে ৬৫x৪=২৬০ মিনিট বা ৪ ঘন্টা ৩৩ মিনিট।

তাহলে সকাল ৯টায় রাউন্ড দেয়া শুরু করলে আপনার শেষ হবে দেড়টায়।

তবে আমি রোবট নই, তাই আজকে আমার রাউন্ড ৯টায় শুরু করে শেষ হয়েছে দুপুর ২:৩০টায়। কারণ রাউন্ডের ফাঁকে ফাঁকে ভর্তির বাইরের রোগী দেখতে হয়েছে।

এরপর আউটডোর এর রোগী সামলাতে সামলাতে বেজে গেলো ৫:৩০টা (পিক-২)।
এই ফাঁকে কিছু সময়ের জন্য আম আর চা খেয়েছি।

358642432_6996683317013055_5293654231007629034_n

এভাবেই প্রায় অনিয়মকে নিয়ম হিসেবে মেনে নিয়ে রোগীর স্বার্থে খাগড়াছড়ি সদর হাসপাতালে।

359226116_6996683677013019_2369617021116654508_n

বিদ্র: আমার সার্জারী ওয়ার্ডে বরাদ্দকৃত বেড সংখ্যা ২৫ কিন্তু রোগী রোগী ভর্তি আছে ৬৫ জন!

আরও পড়ুন