Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


চট্টগ্রামে লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের উদ্বোধন শনিবার

Main Image

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল উদ্বোধনপূর্ব সংবাদ সম্মেলন


আগামীকাল শনিবার (৮ জুলাই) চট্টগ্রামে উদ্বোধন হতে যাচ্ছে লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। বৃহস্পতিবার (৬ জুলাই) উদ্বোধনপূর্ব সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লায়ন নাসিরুদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের একটি গর্বিত প্রকল্প চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। ১৯৬৫ সালে ৩০টি শয্যা নিয়ে হাসপাতালের যাত্রা শুরু। বর্তমানে তা  ১০০টি শয্যায় উন্নীত হয়েছে।

তিনি জানান, চক্ষু বিষয়ক উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষ জনবল গঠনের লক্ষ্যে ভবিষ্যতে উচ্চতর কোর্স পরিচালনার জন্য প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ ইনস্টিটিউটে রূপান্তর করা হচ্ছে। এরই অংশ হিসেবে বর্তমানে একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছেন বলে জানান তিনি। 

ইতোমধ্যে চক্ষু বিষয়ক উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণ পরিচালনার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অনুমোদন পেয়েছে লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। গত জানুয়ারি থেকে এমএলওপি এবং পোস্ট-গ্র্যাজুয়েট সাবস্পেশালিটি ফেলোশিপ কোর্সের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি। 

লায়ন্স জেলার সাবেক গভর্নর নাসিরুদ্দিন চৌধুরী আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্তির জন্য ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি কোর্স অধিভুক্তির জন্য আবেদন করেছে চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল কর্তৃপক্ষ।

আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ জুন বিএসএমএমইউর একটি পরিদর্শন টিম পরিদর্শন করেন। বৃহত্তর চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আই ক্যাম্প (চক্ষু শিবির), স্কুল সাইট স্ক্রিনিং প্রোগ্রাম ও পারিবারিক স্বাস্থ্য পুষ্টি এবং শিক্ষা প্রকল্প এবং সিটি সেন্টারে আধুনিক মানের হাসপাতাল -এই সমন্বিত কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ১৯৬৩ সাল থেকে চট্টগ্রাম বিভাগে অন্ধত্ব বিমোচন, দূরীকরণ ও চক্ষুরোগের চিকিৎসা পরিচালনা করে আসছে।


বর্তমানে এই হাসপাতাল প্রতিদিন প্রায় ৫৫০ থেকে ৬০০ জন দুস্থ, গরিব, দরিদ্র রোগীকে বিনামূল্যে এবং সমাজের বিভিন্ন শ্রেণির রোগীকে সাশ্রয়ীমূল্যে চক্ষু সংক্রান্ত সব রোগের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।  


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালনা কমিটির সাবেক চেয়ারম্যান লায়ন নাজমুল হক চৌধুরী, সাবেক জেলা গভর্নর লায়ন সিরাজুল হক আনসারী, সেক্রেটারি লায়ন ডা. দেবাশীষ দত্ত, ট্রেজারার লায়ন এস জোহা চৌধুরী, অ্যাসোসিয়েট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু, একাডেমিক ডিরেক্টর ডা. প্রকাশ  কুমার চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন