Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


নাইটিংগেল মেডিকেল কলেজের ৫২ শিক্ষার্থীকে মাইগ্রেশনের নির্দেশ

Main Image

সুযোগ-সুবিধা না থাকায় ২০১৭-১৮ বর্ষের ৪৫ জন শিক্ষার্থী মাইগ্রেশনের জন্য হাইকোর্টে রিট করেন।


বেসরকারি নাইটিংগেল মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ৫২ শিক্ষার্থীকে অন্য বেসরকারি মেডিকেল কলেজে মাইগ্রেশনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

রোববার (৪ জুন) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। শিক্ষার্থীদের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন আইনজীবী খাজা তানভীর আহমেদ।

পরে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, অন্য যেসব বেসরকারি মেডিকেল কলেজে আসন শূন্য আছে সেসব কলেজে এসব শিক্ষার্থীদের মাইগ্রেট করতে বলা হয়েছে। আর মাইগ্রেশনের খরচ নাইটিংগেল মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে বহন করতে বলেছেন আপিল বিভাগ।

তিন মাসের মধ্যে এ ব্যবস্থা গ্রহণ করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (বিজি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিনকে নির্দেশ দেওয়া হয়েছে।

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ২০১৭ সালের ২১ নভেম্বর ২০১৭-১৮ শিক্ষাবর্ষে নাইটিংগেল মেডিকেল কলেজসহ বেসরকারি পাঁচটি মেডিকেল বা ডেন্টাল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য অধিদপ্তর।

শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় নাইটিংগেল মেডিকেল কলেজের ২০১৭-১৮ বর্ষের ৪৫ জন শিক্ষার্থী অন্য বেসরকারি মেডিকেল কলেজে মাইগ্রেশনের মাধ্যমে স্থানান্তরের সুযোগ চেয়ে ২০২২ সালের আগস্ট মাসে তানজুম তাবাসসুমসহ ৪৫ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।

আরও পড়ুন